শনিবার, ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

চান্দিনা পৌরসভার প্রধান সড়কের বেহাল দশা

চান্দিনা পৌরসভার প্রধান সড়কের বেহাল দশা
৮৬ Views

            মো. জহিরুল ইসলাম মারুফ\ কুমিল্লার চান্দিনা পৌরসভার প্রধান সড়কটি সংস্কারের অভাবে চলাচলে অনুপযোগী হয়ে পড়েছে। এর বেশির ভাগ অংশজুড়ে সৃষ্ট হয়েছে অসংখ্য গর্ত। সড়কটির রক্ষণাবেক্ষণের দায়িত্ব পৌর কর্তৃপক্ষের। অথচ মেরামতের কোনো উদ্যোগ না নেয়ায় দুর্ভোগ পোহাচ্ছে পৌরবাসী।

            পৌরবাসী জানায়, চান্দিনা একটি ‘খ’ শ্রেণির পৌরসভা। পৌরসভার প্রধান সড়কটি চান্দিনা থানা গেট থেকে থেকে বিএনপি নেতা খোরশেদ আলমের বাড়ির সামনে দিয়ে সাইকট গরু বাজার গিয়ে শেষ হয়েছে। চান্দিনা পৌর শহরসহ বিভিন্ন এলাকায় যাতায়াতের জন্য এটিই একমাত্র ভরসা। দক্ষিণ চান্দিনা থেকে উপজেলায় প্রবেশের একাধিক ভালো সড়ক না থাকায় এ রাস্তাটি জনগুরুত্বপূর্ণ হয়ে উঠেছে পৌরবাসীর জন্য।

            সরেজমিনে দেখা গেছে, প্রধান সড়কটির চেয়ে পৌরসভার অভ্যন্তরীণ পাকা রাস্তাগুলোর অবস্থা অপেক্ষাকৃত ভালো। খোঁজ নিয়ে জানা গেছে, অভ্যন্তরীণ রাস্তাগুলো ক্ষতিগ্রস্ত হলে পৌরসভার পক্ষ থেকে দ্রæতই মেরামতের উদ্যোগ নেয়া হয়। এমনকি পৌরসভার উদ্যোগে বেশ কয়েকটি নতুন পাকা রাস্তাও নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে। অথচ পৌরসভার প্রধান সড়কটি মেরামতে পৌর কর্তৃপক্ষের কোনো উদ্যোগই নেই।

            ঘুরে দেখা গেছে, প্রধান সড়কটির বিভিন্ন অংশের কার্পেটিং ওঠে গিয়ে সৃষ্টি হয়েছে অসংখ্য গর্ত। বৃষ্টি হলেই এসব গর্ত পানিতে ভরে থাকে। পৌরবাসীর অভিযোগ, নির্মাণের পর থেকে এ সড়কটির তেমন কোনো সংস্কার হয়নি বললেই চলে। তবে পৌরসভার পক্ষ থেকে মাঝে-মধ্যে ইট ও বালু ফেলে সড়কটি চলাচলের উপযোগী করার চেষ্টা করা হয়েছে। তবে তাতে তেমন কাজ হয়নি।

            সড়কের সবচেয়ে ক্ষতিগ্রস্ত অংশ হলো থানার গেট থেকে সাইকট গরু বাজার পর্যন্ত। এরমধ্যে রয়েছে ডা. ফিরোজা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ ড. রেদোয়ান আহম্মেদ কলেজ ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, প্রাইভেট হাসপাতাল, বাজারে আসা-যাওয়ার গুরুত্বপূর্ণ সড়ক। সড়কের ক্ষতিগ্রস্ত অংশগুলো গত বর্ষার আগে ইট ও বালু ফেলে কোনো রকমে ভরাট করা হয়েছিল। কিন্তু বর্ষার বৃষ্টিতে এই অংশগুলো আবারও চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।

            চান্দিনা পৌর ৭নং সাইকট এলাকার রিকশাচালক আবদুর রব মিয়ার ছেলে মো. দুলাল মিয়া বলেন, ‘আমাদের পৌরসভা ভেতরে ফিটফাট, বাইরে সদরঘাট। পৌরসভার ভেতরের রাস্তা ভালো হলেও মেইন রাস্তা চলাচলের অযোগ্য। এই রাস্তায় রিকশা চালাবার যাইয়া রিকশার বারোটা বাইজ্যা যাইতাছে।

            চান্দিনা পৌরসভা রোডের ব্যবসায়ী এনামুল হক বলেন, ‘আমি হার্টের রোগী। রাস্তার অবস্থা এতই খারাপ যে রিকশায় যাতায়াতের সময় ভালো মানুষেরই শরীর ব্যথা হয়ে যায়। আর আমার মতো অসুস্থ মানুষের কী অবস্থা হয়, তা কেমনে বোঝাই।’

            এ প্রসঙ্গে চান্দিনা পৌর প্রশাসক মোসা নাজিয়া হোসেন বলেন, ‘প্রধান সড়কটি বেহাল হয়ে পড়লেও এটি মেরামতের জন্য টেন্ডার প্রক্রিয়াধীন, আশা করি অচিরেই মেরামতের কাজ সম্পন্ন হবে। চান্দিনা পৌরসভার নির্বাহী প্রকৌশলী সাজ্জাদ হোসেন বলেন, থানা গেট থেকে সাইকট বাজার পর্যন্ত সড়ক মেরামতের কার্যাদেশ দেয়া হয়েছে। এতে চান্দিনা পৌরসভার প্রধান সড়কের থানার গেট থেকে সাইকট গরু বাজার পর্যন্ত অংশটি শিগগিরই মেরামত করা হয়ে যাবে।

Share This