শনিবার, ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

জাতীয় সংসদ নির্বাচনে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঠে নামছেন ২৮শে নভেম্বর

জাতীয় সংসদ নির্বাচনে  নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঠে  নামছেন ২৮শে নভেম্বর
৪৬৭ Views

            ষ্টাফ রিপোর্টার\ জাতীয় সংসদ নির্বাচনে আচরণ বিধি ভঙ্গ হচ্ছে কী না- তা দেখভালে মাঠে নামছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। ২৮শে নভেম্বর থেকে ৪ঠা জানুয়ারি পর্যন্ত ৩৯ দিনের জন্য তারা মাঠে থাকবেন। আচরণ বিধি লংঘন বা পরিস্থিতির অবনতি হলে তারা মোবাইল কোর্ট পরিচালনা করবেন। গত সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে দেয়া এক চিঠিতে এসব নির্দেশনা দেয়া হয়েছে। মূলত নির্বাচনে ম্যাজিস্ট্রেট মোতায়েনের জন্য ওই চিঠি পাঠিয়েছে নির্বাচন কমিশন। ইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

            চিঠিতে সংসদীয় এলাকায় কত সংখ্যক ম্যাজিস্ট্রেট মোতায়েন করা হবে তার একটি রূপরেখা দেয়া হয়েছে। ন্যূনতম প্রতি তিন ইউনিয়নের জন্য একজন এবং প্রতিটি পৌরসভার জন্য তিনজন ও বড় পৌরসভার জন্য চারজন ম্যাজিস্ট্রেট নিয়োগ দিতে বলা হয়েছে। সিটি কর্পোরেশনভুক্ত নির্বাচনি আসনগুলোতে প্রতি চার থেকে পাঁচটি ওয়ার্ড এবং ঢাকা ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় সর্বোচ্চ প্রতি তিন ওয়ার্ডের জন্য একজন ম্যাজিস্ট্রেট নিয়োগ দিতে বলা হয়েছে।

Share This

COMMENTS