বৃহস্পতিবার, ১০ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

মনোহরগঞ্জে উপজেলা প্রশাসনের ৯ কর্মকর্তা ইউনিয়ন পরিষদের দায়িত্বে

মনোহরগঞ্জে উপজেলা প্রশাসনের ৯  কর্মকর্তা ইউনিয়ন পরিষদের দায়িত্বে
২৫০ Views

            নিজস্ব প্রতিনিধি॥ কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদে প্রশাসক হিসেবে কাজ শুরু করেছেন উপজেলা প্রশাসনের ৯ কর্মকর্তা। ইউনিয়ন পরিষদের জনগণের সেবা প্রাপ্তি নিশ্চিতকরণে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ এর ধারা ১০২ এর বিধানমতে জারীকৃত অফিস আদেশের প্রেক্ষিতে উপজেলা প্রশাসনের ৯ কর্মকর্তাকে দায়িত্ব অর্পণ করে এ আদেশ প্রদান করে।

            এসব কর্মকর্তাদের আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পণসহ তার নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে এ ক্ষমতা প্রদান করা হয়। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা হলেন- উপজেলার সরসপুর ইউনিয়নে উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা আবু বকর মিয়াজি, হাসনাবাদ ইউনিয়নে জনস্বাস্থ্য প্রকৌশলী ফেরদাউস আলম মজুমদার, ঝলম (উঃ) ইউনিয়নে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মীর মো. মোহতাছিম বিল্লাহ, ঝলম (দঃ) ইউনিয়নে যুব উন্নয়ন কর্মকর্তা সফিকুল ইসলাম পাঠান, মৈশাতুয়া ইউনিয়নে কৃষি কর্মকর্তা গোলাম সরোয়ার তুষার, লক্ষণপুর ইউনিয়নে সমবায় কর্মকর্তা তানভীর আহমেদ, খিলা ইউনিয়নে উপজেলা প্রকৌশলী শাহ আলম, উত্তর হাওলা ইউনিয়নে প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা রাশেদুল ইসলাম ও বিপুলাসার ইউনিয়নে প্রানিসম্পদ কর্মকর্তা ডা. মমিনুর রহমান।

            উল্লেখ্য, গত ৫ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর মনোহরগঞ্জের অধিকাংশ জনপ্রতিনিধি ও ঠিকাদার আত্মগোপনে চলে যান। এতে নাগরিক সেবা নিয়ে বিড়ম্বনায় পড়ে এ এলাকার বাসিন্দারা, স্থবির হয়ে পড়ে উন্নয়ন কর্মকান্ড। সম্প্রতি কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয় এর স্থানীয় সরকার শাখা কর্তৃক এক অফিস আদেশে উপজেলা পরিষদের ৯ কর্মকর্তাকে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়।

            জেলা প্রশাসক মো. আমিরুল কায়ছার স্বাক্ষরিত এক অফিস আদেশের বরাত দিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহরিয়া ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। উপজেলার ১১টি ইউনিয়নের মধ্যে বাইশগাঁও ইউনিয়নে নিজে প্রশাসক হিসেবে দায়িত্ব পালনের কথা উল্লেখ করে তিনি বলেন, নাথেরপেটুয়া ইউনিয়ন পরিষদে একজন প্যানেল চেয়ারম্যান দায়িত্ব পালন করছেন। বাকি ৯টি ইউনিয়নে প্রশাসনের কর্মকর্তাদের আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পণসহ নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে তাদেরকে প্রশাসক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।

Share This