বৃহস্পতিবার, ১০ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

লাকসামে ১৬৫ পরিবারকে স্পেন-বাংলাদেশ সোসাইটির নগদ অর্থ সহায়তা প্রদান

লাকসামে ১৬৫ পরিবারকে স্পেন-বাংলাদেশ  সোসাইটির নগদ অর্থ সহায়তা প্রদান
২৭০ Views

            নিজস্ব প্রতিনিধি\ সম্প্রতি বন্যাকবলিত লাকসাম, মনোহরগঞ্জ ও নাঙ্গলকোট উপজেলার ১৬৫ পরিবারকে নগদ ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দিয়েছে স্পেনের মাদ্রিদে বসবাসরত বাংলাদেশ সোসাইটি। গত বৃহস্পতিবার (৩রা অক্টোবর) দুপুরে লাকসাম থানা প্রাঙ্গণে সুবিধাভোগীদের মধ্যে ওই আর্থিক সহায়তা বিতরণ করা হয়। লাকসাম উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবদুল হাই সিদ্দিকীর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, লাকসাম উপজেলা বিএনপির আহবায়ক আবদুর রহমান বাদল, পৌর বিএনপির আহবায়ক আবুল হাসেম মানু, বাংলাদেশ জামায়াত ইসলামী নেতা এডভোকেট বদিউল আলম সুজন, স্পেনের মাদ্রিদে বসবাসরত বাংলাদেশ সোসাইটির খোরশেদ আলম মজুমদার, জামাল উদ্দিন মনির, মাহবুবুল আলম শিপন, হাসান বিন মোহাম্মদ উল্ল্যাহ, মো. এনামুল হক ভূঁইয়া।

            অনুষ্ঠানে সমন্বয়কের দায়িত্বে ছিলেন, লাকসামের ব্যবসায়ী কফিল উদ্দিন, এমরান হোসেন মজুমদার মজনু।

            এর আগে একইদিন সকালে ওই সোসাইটির নেতৃবৃন্দ কুমিল্লা এবং চৌদ্দগ্রামে আরো ১৭০ পরিবারকে নগদ ১০ হাজার টাকা করে কুমিল্লা জেলায় মোট ৩৩ লাখ ৫০ হাজার টাকা অনুদান প্রদান করেন।

Share This