শনিবার, ১৯শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

লালমাইয়ে অপহৃত কিশোরী উদ্ধারঃ অপহরণকারী গ্রেফতার

লালমাইয়ে অপহৃত কিশোরী উদ্ধারঃ অপহরণকারী গ্রেফতার
৪৯১ Views

            নিজস্ব প্রতিনিধি\ কুমিল্লার লালমাই উপজেলায় অপহৃত কিশোরী সুমাইয়া আক্তারকে (১৭) অপহরণের প্রায় দেড় মাস পর উদ্ধার করেছে লালমাই থানা পুলিশ। গত রোববার (২৪শে মার্চ) সকালে বগুড়ার ধুনট থানার পুখুরিয়া এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। এ ঘটনায় অপহরণকারী মো. সুমনকে (২৮) গ্রেফতার করা হয়েছে। আটক সুমন বগুড়ার ধুনট থানাধীন পুখুরিয়া এলাকার মৃত দুলাল মন্ডলের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন অভিযানে নেতৃত্ব প্রদানকারী লালমাই থানার এসআই জামিল মিঞা।

            পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, গত ৪ঠা ফেব্রæয়ারি পারিবারিক বিষয় নিয়ে মায়ের সাথে কথা কাটাকাটির পর কাউকে না জানিয়ে বাড়ি থেকে বের হয়ে যায় সুমাইয়া। সেদিন বাড়ি না আসায় তার মোবাইল নাম্বারে যোগাযোগ করা হলে তা বন্ধ পাওয়া যায়। ঘটনার ৩ দিন পর মেয়ে পরিবারকে ফোনে জানায়, সে রাজশাহী আছে। সে ১৫/২০ দিন পর বাড়ি ফিরবে। এমন অভিযোগের ভিত্তিতে গত ৪ঠা মার্চ পরিবারের পক্ষ থেকে লালমাই থানায় একটি অপহরণ মামলা দায়ের করা হয়। মামলার আলোকে সেদিনই মামলার ১ম আসামি মাহবুব আলম শামীম (৩৫) ও দ্বিতীয় আসামি মর্জিনা আক্তারকে (৩০)  গ্রেফতার করা হয়। পরে লালমাই থানার অফিসার ইনচার্জের নির্দেশক্রমে তথ্য প্রযুক্তির সহায়তায় অবস্থান সনাক্ত করে গত রোববার (২৪শে মার্চ) ভুক্তভোগীকে বগুড়ার ধুনট থানা এলাকা হতে উদ্ধার করা হয়। এসময় অপহরণকারী মো. সুমনকেও গ্রেফতার করা হয়।

Share This

COMMENTS