নিজস্ব প্রতিনিধি\ কুমিল্লার দাউদকান্দিতে অধিক লাভে ৩ কোটি ১৮ লাখ ঋণ নিয়ে পরিশোধ না করার অভিযোগে এক দম্পতিকে আটক করেছে পুলিশ। গত শনিবার (১৩ই সেপ্টেম্বর) দাউদকান্দ উপজেলার বারোপাড়া ইউনিয়নের ষোলপাড়া গ্রামের জাকির হোসেন ও তার স্ত্রী সুমী আক্তারকে আটক করে মডেল থানা পুলিশ।
পুলিশ সূত্র জানায়, জাকির হোসেন ও তার স্ত্রী সুমী আক্তার মুন্সীগঞ্জের গজারিয়ায় উপজেলা আড়িয়াখাল গ্রামে ৩ বছর আগে চটপটি-ফুচকা তৈরির কারখানা দিয়ে ব্যবসা শুরু করেন। কারখানা দেয়ার পর এক-দেড় বছর সুনামের সঙ্গে ব্যবসা করছিলেন।
ব্যবসা বাড়ানো কথা বলে ওই এলাকার মানুষ থেকে লাখে ৪-৬ হাজার সুদে টাকা নেন। এভাবে এক বছরে তারা শতাধিক নারী-পুরুষকে লোভের ফাঁদে ফেলে প্রায় ৩ কোটি ১৮ লাখ টাকা ঋণ নেন। ২ বছর লেনদেন করার এক পর্যায়ে জনগণের টাকা ঠিকমতো দিতে না পারায় ২ মাস পূর্বে কারখানা ফেলে পালিয়ে বাড়িতে চলে যান।
স্থানীয়রা জানায়, গজারিয়ার আরিয়াখাল গ্রামের শতাধিক পাওনাদাররা লোক বাস-গাড়ি নিয়ে অভিযুক্ত দম্পতির বাড়ি দাউদকান্দির ষোলপাড়া গ্রামের বাড়ি ঘেরাও করেন।
জহিরুল ইসলামের ছেলে জাকির হোসেন ও তার স্ত্রী সুমিকে তুলে নেওয়ার চেষ্টা করেন। খবর পেয়ে পুলিশ দ্রæত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দাউদকান্দি মডেল থানা পুলিশ তাদেরকে থানায় নিয়ে যায়।
একাধিক ভুক্তভোগীরা বলেন, তারা ফুচকা তৈরির কারখানা দিয়ে প্রথমে ভালোই ছিল। তার স্ত্রী সুমী আক্তার লাখে ৪-৫ হাজার টাকা লাভ দেয়ার কথা বলে মহিলাদের কাছ থেকে কোটি টাকা হাতিয়ে নেন। এক বছরে শতাধিক নারী-পুরুষ থেকে ৩ কোটি ১৮ লাখ টাকা নিয়ে পালিয়ে আসেন। এ কারণে আমরা তার বাড়ি ঘেরাও করেছি।
বারপাড়া ইউনিয়ন পরিষদ ৬ ওয়ার্ড মেম্বার আল-আমিন বলেন, কিছুদিন আগে গজারিয়া মুন্সীগঞ্জ থেকে ভুক্তভোগীরা আমার কাছে বিচার নিয়ে এসেছিলেন। তিনি তাদের প্রমাণ নিয়ে আসতে বলেছিলেন। আজ সবাই একসঙ্গে আসবে জানা ছিল না।
দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েদ চৌধুরী বলেন, এলাকায় অভিযুক্ত দম্পতির বাড়ি পাওনাদারা ঘেরাও করার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে জাকির হোসেন ও তার স্ত্রী সুমী আক্তারকে আটক করে থানায় নিয়ে আসা হয়।
সম্পাদক ও প্রকাশক:
শহীদুল্লাহ ভূঁইয়া
সহযোগী সম্পাদক: তোফায়েল আহমেদ
অফিস: সম্পাদক কর্তৃক আজমিরী প্রেস, নিউমার্কেট চান্দিনা প্লাজা, কুমিল্লা থেকে মুদ্রিত ও ১৩০৭, ব্যাংক রোড, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। ফোন: ০২৩৩৪৪০৭৩৮১, মোবাইল: ০১৭১৫-৬৮১১৪৮, সম্পাদক, সরাসরি: ০১৭১২-২১৬২০২, Email: laksambarta@live.com, s.bhouian@live.com