ঐতিহ্যবাহী কুমিল্লার ‘নাঙ্গলকোট আফছারুল উলুম কামিল মাদরাসা’র অধ্যক্ষ আবদুল হান্নান গ.চযরষ ডিগ্রি লাভ করেন। গত ২৭/০৯/২০২৩খ্রিঃ রোজ বুধবার ঢাকা বিশ^বিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. আখতারুজ্জামান স্যার এর সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় অধ্যক্ষ আবদুল হান্নানকে গ.চযরষ ডিগ্রি প্রদান করেন।
ঢাকা বিশ^বিদ্যালয়ের কলা অনুষদের অন্তর্গত আরবী বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ ইউছুফ স্যার এর অধীনে “আল Ñকুরআনে বর্ণিত যুলকারনাইন : ইতিহাসে তাঁর অবস্থান” (ঔটখকঊজঘওঘঊ অঝ উঊঝঈজওইঊউ ওঘ ঞঐঊ অখ-ছটজঅঘ : ঐওঝ চখঅঈঊ ওঘ ঐওঝঞঙজণ) বিষয়ে এম.ফিল গবেষণা করার জন্য অধ্যক্ষ আবদুল হান্নানকে উক্ত ডিগ্রি প্রদান করেন। তাঁর শিক্ষাগত যোগ্যতা এম.এম.এম.এফ, এম. এ (ফার্স্ট ক্লাস)। তিনি সবগুলো পরীক্ষায় ফার্স্ট ক্লাস পেয়ে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছেন।
তিনি কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার মৌকরা ইউনিয়নের গোমকোট গ্রামের মাওলানা মোহাম্মদ হানিফ ও হাজেরা খাতুনের সুযোগ্য সন্তান। তিনি সকলের নিকট দোয়া চেয়েছেন, যেন দ্বীনের খেদমত করে দেশ ও জাতির জন্য বড় অবদান রাখতে পারেন। -বিজ্ঞপ্তি
সম্পাদক ও প্রকাশক:
শহীদুল্লাহ ভূঁইয়া
সহযোগী সম্পাদক: তোফায়েল আহমেদ
অফিস: সম্পাদক কর্তৃক আজমিরী প্রেস, নিউমার্কেট চান্দিনা প্লাজা, কুমিল্লা থেকে মুদ্রিত ও ১৩০৭, ব্যাংক রোড, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। ফোন: ০২৩৩৪৪০৭৩৮১, মোবাইল: ০১৭১৫-৬৮১১৪৮, সম্পাদক, সরাসরি: ০১৭১২-২১৬২০২, Email: laksambarta@live.com, s.bhouian@live.com