ষ্টাফ রিপোর্টার\ সারা দেশের ১০৯০টি অনুদানভুক্ত স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা অবশেষে এমপিওভুক্ত হতে যাচ্ছে। শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব ড. খ ম কবিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে এই সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে। শিগগিরই এই এমপিওভুক্তির ঘোষণা আসবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
মাদরাসা শিক্ষা বোর্ডের কারিকুলাম বিশেষজ্ঞ ড. মোহাম্মদ হেদায়েত উল্লাহ জানিয়েছেন, দেশের ১৫১৯টি স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার মধ্যে ১৩২৭টি মাদরাসা এমপিওভুক্তির জন্য আবেদন করেছিল। যাচাই-বাছাই শেষে ১০৯০টি মাদরাসাকে এমপিওভুক্তির জন্য চূড়ান্ত করা হয়েছে। শর্ত পূরণ না করায় ২৩৭টি মাদরাসা এই তালিকায় আসতে পারেনি বলেও তিনি জানান।
এমপিওভুক্তির ঘোষণা ও অন্যান্য আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর সংশ্লিষ্ট শিক্ষক ও কর্মচারীরা আগামী দুই মাসের মধ্যে নতুন বেতন স্কেলে ভাতা পেতে পারেন বলে জানা গেছে।
এর আগে চলতি বছরের ২৬শে জুন শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ থেকে প্রকাশিত এক গণবিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে ৮ই জুলাই থেকে ১৫ই জুলাই পর্যন্ত অনলাইনে আবেদন গ্রহণ করা হয়। পুরো প্রক্রিয়াটি ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন করা হয়েছে।
মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, ‘স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা স্থাপন, পাঠদান, স্বীকৃতি, পরিচালনা, জনবল কাঠামো এবং এমপিও নীতিমালা ২০২৫ অনুযায়ী নির্দিষ্ট মানদন্ডের ভিত্তিতেই এই তালিকা প্রণয়ন করা হয়েছে।’
সম্পাদক ও প্রকাশক:
শহীদুল্লাহ ভূঁইয়া
সহযোগী সম্পাদক: তোফায়েল আহমেদ
অফিস: সম্পাদক কর্তৃক আজমিরী প্রেস, নিউমার্কেট চান্দিনা প্লাজা, কুমিল্লা থেকে মুদ্রিত ও ১৩০৭, ব্যাংক রোড, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। ফোন: ০২৩৩৪৪০৭৩৮১, মোবাইল: ০১৭১৫-৬৮১১৪৮, সম্পাদক, সরাসরি: ০১৭১২-২১৬২০২, Email: laksambarta@live.com, s.bhouian@live.com