* ছবি: সংগৃহীত …
ষ্টাফ রিপোর্টারঃ অবশেষে গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন মুফতি আমির হামজা। বৃহস্পতিবার (৭ই ডিসেম্বর) বেলা সোয়া ১১টায় কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে তাঁকে মুক্তি দেওয়া হয়। কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ জেল সুপার সুব্রত কুমার বালা তাঁর মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন। জ্যেষ্ঠ্য জেল সুপার বলেন, ‘গত বুধবার আমরা মাওলানা আমির হামজার জামিনের কাগজপত্র পাই। পরে আমরা কারাবিধি অনুযায়ী যাচাই করি। বৃহস্পতিবার বেলা সোয়া ১১টার দিকে তাঁকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়।’ উল্লেখ্য, মুফতি আমির হামজার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে রাজধানীর দারুস সালাম ও শেরেবাংলা নগর থানায় পৃথক দুটি মামলা রয়েছে। অত:পর দুটি মামলাতেই তিনি জামিন পেয়েছেন। উল্লেখ্য, ধর্মীয় ওয়াজের মাধ্যমে ধর্মের অপব্যাখ্যা ও উগ্রবাদ ছড়ানোর অভিযোগে ২০২১ সালের ২৪শে মে তারিখে কুষ্টিয়ার সদরের ডাবিরাভিটা গ্রামের নিজ বাড়ি থেকে মুফতি আমির হামজাকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম ইউনিটের সদস্যরা গ্রেপ্তার করেছিলেন।
সম্পাদক ও প্রকাশক:
শহীদুল্লাহ ভূঁইয়া
সহযোগী সম্পাদক: তোফায়েল আহমেদ
অফিস: সম্পাদক কর্তৃক আজমিরী প্রেস, নিউমার্কেট চান্দিনা প্লাজা, কুমিল্লা থেকে মুদ্রিত ও ১৩০৭, ব্যাংক রোড, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। ফোন: ০২৩৩৪৪০৭৩৮১, মোবাইল: ০১৭১৫-৬৮১১৪৮, সম্পাদক, সরাসরি: ০১৭১২-২১৬২০২, Email: laksambarta@live.com, s.bhouian@live.com