নিজস্ব প্রতিনিধি\ কুমিল্লা জেলায় গত মাসে (আগস্ট) ১০টি খুন, ধর্ষণের ঘটনায় ১০টি এবং নারী ও শিশু নির্যাতনের ঘটনায় পৃথক আরো ২৮টি মামলা দায়ের হয়েছে। জেলা আইনশৃঙ্খলা কমিটির সভার কার্যপত্র বিবরণী থেকে এই অপরাধ চিত্রের তথ্য পাওয়া গেছে। গত রোববার সকালে কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আমিরুল কায়সারের সভাপতিত্বে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। এতে কমিটির সদস্যগণ ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, সামাজিক ও সুশীল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
সভায় কুমিল্লা জেলা প্রশাসক মোঃ আমিরুল কায়সার বলেন, জুলাই মাসের তুলনায় আগস্ট মাসে বিভিন্ন অপরাধে মামলার সংখ্যা বেড়েছে। জুলাই মাসে যেখানে বিভিন্ন থানায় ৪৭৫টি মামলা দায়ের হয়েছিল, আগস্ট মাসে তা বেড়ে দাঁড়িয়েছে ৫১৯টিতে। আইন-শৃখলা পরিস্থিতি বিবেচনায় বিষয়টি ইতিবাচক হিসেবে দেখা যায়। কারণ আমি মনে করছি পুলিশ বিভিন্ন অপরাধ দমনে তাদের দায়িত্বশীলতা বাড়িয়েছে বলেই মামলার সংখ্যা বাড়ছে।
সভা সূত্রে জানা গেছে, আগস্ট মাসে কুমিল্লা জেলায় ১৮টি সড়ক দুর্ঘটনায় ২০ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছে আরো ৯ জন। সভায় অন্যান্য সিদ্ধান্তের মধ্যে কুমিল্লা জেলার সকল উপজেলার প্রতিটি ইউনিয়নে ড্রেজার দিয়ে অবৈধ মাটি কাটা প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত নেয়া হয়।
সম্পাদক ও প্রকাশক:
শহীদুল্লাহ ভূঁইয়া
সহযোগী সম্পাদক: তোফায়েল আহমেদ
অফিস: সম্পাদক কর্তৃক আজমিরী প্রেস, নিউমার্কেট চান্দিনা প্লাজা, কুমিল্লা থেকে মুদ্রিত ও ১৩০৭, ব্যাংক রোড, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। ফোন: ০২৩৩৪৪০৭৩৮১, মোবাইল: ০১৭১৫-৬৮১১৪৮, সম্পাদক, সরাসরি: ০১৭১২-২১৬২০২, Email: laksambarta@live.com, s.bhouian@live.com