নিজস্ব প্রতিনিধি॥ কুমিল্লা জেলার তিতাস উপজেলার সাতানী ইউনিয়ন যুবলীগের সভাপতি ও ইউপি সদস্য মো. সামসুল আলম আশিক মেম্বার (৪৫) প্রবাসী ভাগিনার স্ত্রীর সাথে আপত্তিকর অবস্থায় এলাকাবাসী আটক করে পুলিশের হাতে সোপর্দ করেছেন বলে খবর পাওয়া গেছে। গত ৩০শে নভেম্বর রাতে গোবিন্দপুর পশ্চিম পাড়ার প্রবাসী জাহাঙ্গীর এর স্ত্রীর ঘর থেকে এলাকাবাসী তাকে আটক করে। আটককৃত যুবলীগ নেতা সামসুল আলম আশিক গোবিন্দপুর গ্রামের মৃত আব্দুল মতিন সরকারের ছেলে এবং সাতানী ইউনিয়ন যুবলীগের সভাপতি ও ৮নং ওয়ার্ড সদস্য।
এলাকাবাসী সুত্রে জানা যায়, আশিক দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন বয়সের নারীদের ইভটিজিং করে আসছে এবং পরকিয়া করে অনেক নারীর সংসার ভেঙ্গেছে এমন অভিযোগ বহুদিন উঠে আসছিল যুবলীগ নেতা আশিকের বিরুদ্ধে।
গত শনিবার রাতে আশিকের গতিবিধি সন্দেহজনক হলে গ্রামের যুবকরা ওৎপেতে থেকে রাতে প্রবাসী জাহাঙ্গীরের স্ত্রীর ঘর থেকে আপত্তিকর অবস্থায় তাকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করেছে।
তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মামুনুর রশিদ বলেন, গোবিন্দপুর গ্রামের কিছু লোকজন একই গ্রামের জাহাঙ্গীরের স্ত্রীর ঘর থেকে আশিক মেম্বারকে আটক করে আমাদের নিকট সোপর্দ করেছেন। এছাড়াও আটককৃত আশিক সাতানী ইউনিয়ন যুবলীগের সভাপতি এবং তার বিরুদ্ধে ৫ই আগস্ট ছাত্র জনতার উপর হামলা ঘটনায় তিতাস থানায় দায়ের করা হয়েছে। সকালে তাকে কুমিল্লা আদালতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক:
শহীদুল্লাহ ভূঁইয়া
সহযোগী সম্পাদক: তোফায়েল আহমেদ
অফিস: সম্পাদক কর্তৃক আজমিরী প্রেস, নিউমার্কেট চান্দিনা প্লাজা, কুমিল্লা থেকে মুদ্রিত ও ১৩০৭, ব্যাংক রোড, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। ফোন: ০২৩৩৪৪০৭৩৮১, মোবাইল: ০১৭১৫-৬৮১১৪৮, সম্পাদক, সরাসরি: ০১৭১২-২১৬২০২, Email: laksambarta@live.com, s.bhouian@live.com