ষ্টাফ রিপোর্টার\ লাকসাম উপজেলার আবেদ নগর ছুফী আবেদীয়া ডি এইচ দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ গতকাল মঙ্গলবার মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। আলহাজ মাওলানা মুছলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন, বাকই বারিয়া দরবার শরীফের পীর সাহেব আলহাজ মাওলানা আবদুল বারি আল কাদেরী। মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক ও অধ্যক্ষ মুফতী এমএ তাহেরের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, শিক্ষক, অভিভাবক ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সমাবেশে ছাত্র-ছাত্রীদের লেখাপড়ার মান উন্নয়নে বিশদ আলোচনা হয়।
সম্পাদক ও প্রকাশক:
শহীদুল্লাহ ভূঁইয়া
সহযোগী সম্পাদক: তোফায়েল আহমেদ
অফিস: সম্পাদক কর্তৃক আজমিরী প্রেস, নিউমার্কেট চান্দিনা প্লাজা, কুমিল্লা থেকে মুদ্রিত ও ১৩০৭, ব্যাংক রোড, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। ফোন: ০২৩৩৪৪০৭৩৮১, মোবাইল: ০১৭১৫-৬৮১১৪৮, সম্পাদক, সরাসরি: ০১৭১২-২১৬২০২, Email: laksambarta@live.com, s.bhouian@live.com