প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৫, ২০২৫, ১২:০৭ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৩০, ২০২৫, ৮:৩০ অপরাহ্ণ
আমেরিকা, ইউরোপ ও মধ্যপ্রাচ্যসহ কয়েকটি দেশে ঈদুল ফিতর উদযাপিত

জান্নাতুল ফেরদাউস পুষ্প প্রেরীত॥ মধ্যপ্রাচ্য, ইউরোপ ও আমেরিকাসহ বিশ্বের বেশ কয়েকটি দেশে আজ রোববার (৩০শে মার্চ) ঈদুল ফিতর উদযাপিত হয়েছে। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে লাখো-কোটি মুসলিম জনগোষ্ঠী এই ঈদ উৎসব পালন করেছেন। সৌদি আরবের রাজধানী রিয়াদসহ দেশটিতে কয়েক হাজার মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
লাখ লাখ মুসল্লি এসব জামাতে অংশ নেন। স্থানীয়দের পাশাপাশি দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিসহ বিভিন্ন দেশের নাগরিকগণও ঈদের নামাজে অংশ নেন। এর মধ্যে সৌদি আরবে ঈদের সবচেয়ে বড় জামাতটি অনুষ্ঠিত হয় পবিত্র মক্কার মসজিদুল হারামে। সকাল ৬টা ২৮ মিনিটে হওয়া নামাজের ঈমামতি করেন সৌদি পার্লামেন্টের শেখ ড. আবদুর রহমান আল সুদাইস। সেখানে লাখো মুসল্লি নামাজ শেষে মুসলিম বিশ্বের কল্যাণ কামনা করে বিশেষ দোয়ায় অংশ নেন। আমেরিকার নিউইয়র্কসহ বিভিন্ন মসজিদে এবং খোলা মাঠেও ঈদের নামাজ আদায় করা হয়। উক্ত ছবিতে জামাইকার একটি স্কুল মাঠে ঈদের জামাত অংশ নেন নানা শ্রেণি-পেশার মানুষ।
এ সময় লাকসামবার্তা’র পক্ষ থেকে তোলা ছবিতে দেখা যাচ্ছে কনকনে শীতেও মানুষ ঈদের নামাজ আদায় করতে খোলা মাঠে উপস্থিত হয়েছেন। এতে বিভিন্ন দেশের মুসল্লিদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ আদায় করেন হাজারো প্রবাসী বাংলাদেশিরাও। নামাজ শেষে মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এছাড়া, যুদ্ধবিরতির চুক্তি নিয়ে অনিশ্চয়তার মধ্যেই ফিলিস্তিনের জেরুজালেমে যথাযোগ্য মর্যাদায় ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয় পবিত্র আল আকসা মসজিদে। এতে অংশ নেন কয়েক হাজার ফিলিস্তিনি। তদুপরি, যুদ্ধবিধ্বস্ত গাজার খান ইউনিসসহ বেশ কিছু জায়গায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।
মধ্যপ্রাচের বাইরে ইউরোপের ফ্রান্স, বেলজিয়াম, যুক্তরাজ্য ও জার্মানি প্রভৃতি দেশেও ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে বলে খবর পাওয়া গেছে। এছাড়া, সোমবার (৩১শে মার্চ) ১৪টি মুসলিম প্রধান দেশে ঈদুল ফিতর উদযাপিত হবে। দেশেগুলো হচ্ছে- ওমান, মিশর, সিরিয়া, জর্ডান, মরক্কো, ইন্দোনেশিয়া, পাকিস্তান, মালয়েশিয়া, ব্রুনেই, ভারত, অস্ট্রেলিয়া, ইরাক (সুন্নি ও শিয়া কর্তৃপক্ষ), তিউনিশিয়া ও লিবিয়া। তবে সোমবারেও শাওয়ালের চাঁদ দেখা না গেলে কিছু দেশে মঙ্গলবার ঈদুল ফিতর উদযাপিত হবে বলে ধারণা করা হচ্ছে। Ref: somoynews
সম্পাদক ও প্রকাশক:
শহীদুল্লাহ ভূঁইয়া
সহযোগী সম্পাদক: তোফায়েল আহমেদ
অফিস: সম্পাদক কর্তৃক আজমিরী প্রেস, নিউমার্কেট চান্দিনা প্লাজা, কুমিল্লা থেকে মুদ্রিত ও ১৩০৭, ব্যাংক রোড, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। ফোন: ০২৩৩৪৪০৭৩৮১, মোবাইল: ০১৭১৫-৬৮১১৪৮, সম্পাদক, সরাসরি: ০১৭১২-২১৬২০২, Email: laksambarta@live.com, s.bhouian@live.com
© 2023 Weekly Laksambarta. All rights reserved.