আর্জেন্টিনার বুয়েন্স আয়ার্সে ছয় বগি বিশিষ্ট একটি যাত্রীবাহী ট্রেনের সঙ্গে অন্য একটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। শুক্রবার এ দুর্ঘটনায় ৯০ জন আহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, আহতদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর। খবর ডেইলি সাবাহর
ট্রেন দুর্ঘটনায় আহতদের ট্রেন থেকে বের করতে যোগ দেয় ফায়ার ফাইটার, পুলিশ এবং অ্যাম্বুলেন্স। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়।
টেলিভিশন এবং ড্রোন ফুটেজের ভিডিওতে দেখা যায় ট্রেন দুটি একই লাইনে চলাচলের সময় হঠাৎ মুখোমুখি সংঘর্ষ হয়। আর্জেন্টিনার রাজধানীর পার্শ্ববর্তী এলাকায় এ ঘটনা ঘটে। এতে যাত্রীবাহী ট্রেনটি বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের সাংবাদিক জানিয়েছেন, দুর্ঘটনায় গুরুতর আহতদের উদ্ধার করে দ্রুত শহরের হাসপাতালে নিতে অ্যাম্বুলেন্স এবং হেলিকপ্টার অপেক্ষা করছে।
স্থানীয় জরুরি মেডিকেল কেয়ারের প্রধান আলবার্তো ক্রিসেন্তি বলেন, আহতদের উদ্ধারে ৯০টি অ্যাম্বুলেন্স ব্যবহার করা হয়েছে। ৯০ জনকে সরিয়ে নেওয়া হয়েছে। এদের মধ্যে ৩০ জনের অবস্থা গুরুতর।
তিনি আরও বলেন, আহতদের মধ্যে দুজনকে হেলিকপ্টারের করে শান্তোজাননি হাসপাতালে নেওয়া হয়েছে। ট্রেনটিতে শতাধিক যাত্রী ছিল।এদিকে কী কারণে ট্রেনি দুটির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে তার জানতে তদন্তের কথা জানিয়েছে কর্তৃপক্ষ।
সম্পাদক ও প্রকাশক:
শহীদুল্লাহ ভূঁইয়া
সহযোগী সম্পাদক: তোফায়েল আহমেদ
অফিস: সম্পাদক কর্তৃক আজমিরী প্রেস, নিউমার্কেট চান্দিনা প্লাজা, কুমিল্লা থেকে মুদ্রিত ও ১৩০৭, ব্যাংক রোড, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। ফোন: ০২৩৩৪৪০৭৩৮১, মোবাইল: ০১৭১৫-৬৮১১৪৮, সম্পাদক, সরাসরি: ০১৭১২-২১৬২০২, Email: laksambarta@live.com, s.bhouian@live.com