কাজী মাসউদ॥ দূর্নীতিবাজ ব্যবসায়িদের কারসাজিতে আলু ও পেঁয়াজের দাম উর্দ্ধগতির ফলে পণ্য দু’টি ক্রেতা সাধারনের নাগালের বাইরে এবং কেমিক্যালের ড্রামে খোলা ভোজ্য তেল বিক্রয় আইনে নিষিদ্ধ হওয়া সত্ত্বেও তা বিক্রির প্রতিবাদে গত সোমবার (২রা ডিসেম্বর) কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) সারাদেশের ন্যায় কুমিল্লাতেও মানব বন্ধন, র্যালী এবং জেলা প্রশাসকের মাধ্যমে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর মহাপরিচালক বরাবর স্মারকলিপি প্রদান করেছে।
ওইদিন সকাল ১১টায় ক্যাব কুমিল্লা জেলা শাখা কুমিল্লা প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে। মানববন্ধন শেষে র্যালী করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে স্মারকলিপি প্রদান করে।
এসময় উপস্থিত ছিলেন ক্যাব কুমিল্লা জেলা শাখার ভাইস প্রেসিডেন্ট কাজী এনায়েত উল্লাহ মাহতাব, সাধারণ সম্পাদক কাজী মাসউদ আলম, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মাহমুদ আলম, অর্থ সম্পাদক ডাঃ নজরুল ইসলাম ফিরোজ, জেলা ক্যাবের অন্যতম কার্যনির্বাহী সদস্য বিশিষ্ট সাংবাদিক এন.কে রিপন ও বাহার রায়হান, এড. ওমর ফারুক, এড. কামরুন্নাহার মিনু, মোঃ আব্দুল আউয়াল ও মোঃ নুর মোহাম্মদসহ কুমিল্লা মহানগর ও বিভিন্ন থানা কমিটির নেতৃবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক:
শহীদুল্লাহ ভূঁইয়া
সহযোগী সম্পাদক: তোফায়েল আহমেদ
অফিস: সম্পাদক কর্তৃক আজমিরী প্রেস, নিউমার্কেট চান্দিনা প্লাজা, কুমিল্লা থেকে মুদ্রিত ও ১৩০৭, ব্যাংক রোড, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। ফোন: ০২৩৩৪৪০৭৩৮১, মোবাইল: ০১৭১৫-৬৮১১৪৮, সম্পাদক, সরাসরি: ০১৭১২-২১৬২০২, Email: laksambarta@live.com, s.bhouian@live.com