ইউরোপজুড়ে ভয়াবহ দাবদাহ এবং একাধিক এলাকায় ছড়িয়ে পড়া বনআগুন জনজীবনে চরম বিপর্যয় নামিয়ে এনেছে। দক্ষিণ ইউরোপের দেশগুলো, বিশেষ করে গ্রীস, ইতালি, স্পেন, পর্তুগাল এবং তুরস্কে তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে। দাবদাহের ফলে মানুষ অসুস্থ হয়ে পড়ছে, কিছু এলাকায় বিদ্যুৎ ও পানি সরবরাহ ব্যাহত হচ্ছে এবং বনাঞ্চলে দাউদাউ করে আগুন ছড়িয়ে পড়ছে।
গ্রীসে কয়েকটি দ্বীপে বনআগুনে বাড়িঘর ও হোটেল পুড়ে গেছে। দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছেন। ইতালির সিসিলি অঞ্চলে একাধিক এলাকায় জরুরি অবস্থা জারি করা হয়েছে এবং হাজারো মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
পর্তুগালের কিছু অঞ্চলে বন দপ্তর জানিয়েছে, প্রচণ্ড বাতাস এবং শুষ্ক আবহাওয়ার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে, যা নিয়ন্ত্রণে আনা কঠিন হয়ে পড়ছে। একই অবস্থা দেখা যাচ্ছে স্পেনের দক্ষিণাঞ্চলেও। তুরস্কে পাহাড়ি এলাকাগুলোতে বন দপ্তরের সদস্যরা ও স্থানীয় মানুষ মিলে আগুন নেভানোর কাজ করছে।
বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে ইউরোপে গ্রীষ্মের দাবদাহ এবং আগুনের ঘটনা বেড়েই চলেছে। এই তাপপ্রবাহ শুধুমাত্র বন ধ্বংস করছে না, বরং কৃষিকাজ, পর্যটন এবং সাধারণ মানুষের জীবনধারাকে গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত করছে।
এদিকে ইউরোপীয় ইউনিয়ন পরিবেশ বিষয়ক সংস্থাগুলো আগামী কয়েকদিনের মধ্যে তাপমাত্রা আরও বাড়ার পূর্বাভাস দিয়েছে। তারা জনগণকে অপ্রয়োজনে বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছে এবং শিশু ও বয়স্কদের জন্য বিশেষ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে।
ইউরোপের এই সংকটপূর্ণ আবহাওয়া পরিস্থিতি আবারও স্মরণ করিয়ে দিয়েছে—জলবায়ু পরিবর্তন এখন আর ভবিষ্যতের হুমকি নয়, এটি বর্তমানে ঘটছে এবং এর প্রভাব দিন দিন ভয়াবহ হয়ে উঠছে। সূত্র: Al Jazeera
সম্পাদক ও প্রকাশক:
শহীদুল্লাহ ভূঁইয়া
সহযোগী সম্পাদক: তোফায়েল আহমেদ
অফিস: সম্পাদক কর্তৃক আজমিরী প্রেস, নিউমার্কেট চান্দিনা প্লাজা, কুমিল্লা থেকে মুদ্রিত ও ১৩০৭, ব্যাংক রোড, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। ফোন: ০২৩৩৪৪০৭৩৮১, মোবাইল: ০১৭১৫-৬৮১১৪৮, সম্পাদক, সরাসরি: ০১৭১২-২১৬২০২, Email: laksambarta@live.com, s.bhouian@live.com