বিটিআরসির চেয়ারম্যান প্রকৌশলী মো. মহিউদ্দিন আহমেদ বলেছেন, ইন্টারনেট নিরাপদ রাখতে সর্বদা কাজ করছে বিটিআরসি। গত ১৫-১৬ বছরে বাংলাদেশ অনেকদূর এগিয়ে গেছে। আগামী দশকে টেলিযোগাযোগ প্রযুক্তি বিশ্বকে অনেকদূর এগিয়ে নেবে। সেখানে আমাদের পিছিয়ে থাকলে চলবে না। সেই এগিয়ে যাওয়ার প্রচেষ্টা প্রতিনিয়ত আমরা করছি।
সোমবার টেলিযোগাযোগ খাত সংশ্লিষ্ট গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসির সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় কমিশনের কমিশনার, মহাপরিচালক ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
চেয়ারম্যান বলেন, ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশে যেতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। আমাদের লক্ষ্যই হচ্ছে একটি উন্নত বাংলাদেশ বিনির্মাণ করা।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে কমিশনাররা বলেন, মোবাইল অপারেটরদের ইন্টারনেট প্যাকেজের রেট যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনতে কাজ করছি। এটা রুটিন কাজ।
অপর এক প্রশ্নের জবাবে তারা বলেন, মোবাইল টাওয়ার পর্যাপ্ত না হলে কল ড্রোপ বন্ধ হবে না। তবে মানুষের রেডিয়েশন ভীতি থাকায় পর্যাপ্ত টাওয়ার বসাতে সমস্যা হচ্ছে। তবে আমরা পরীক্ষা করে দেখেছি বাংলাদেশে বর্তমানে যে রেডিয়েশন আছে তা মানবদেহের জন্য ক্ষতিকর নয়। এ বিষয়ে মানুষকে সচেতন করতে হবে।
গত ১৪ ডিসেম্বর চেয়ারম্যান হিসেবে যোদ দেন প্রকৌশলী মো. মহিউদ্দিন আহমেদ। এর আগে তিনি ভাইস চেয়ারম্যান ও কমিশনারের দায়িত্বে ছিলেন।
সম্পাদক ও প্রকাশক:
শহীদুল্লাহ ভূঁইয়া
সহযোগী সম্পাদক: তোফায়েল আহমেদ
অফিস: সম্পাদক কর্তৃক আজমিরী প্রেস, নিউমার্কেট চান্দিনা প্লাজা, কুমিল্লা থেকে মুদ্রিত ও ১৩০৭, ব্যাংক রোড, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। ফোন: ০২৩৩৪৪০৭৩৮১, মোবাইল: ০১৭১৫-৬৮১১৪৮, সম্পাদক, সরাসরি: ০১৭১২-২১৬২০২, Email: laksambarta@live.com, s.bhouian@live.com