নিজস্ব প্রতিনিধি\ ২০২৩ সালের ৭ই অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি বাহিনীর চলমান বর্বর হামলায় নিহত ফিলিস্তিনিদের অন্তত ৬৫ শতাংশ হলেন নারী, শিশু এবং বয়স্ক ব্যক্তি। গাজার সরকারি তথ্যের বরাতে বার্তা সংস্থা তাসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এক বিবৃতিতে গাজা-ভিত্তিক সরকারি মিডিয়া অফিস নিশ্চিত করেছে, ইসরায়েল ১৮ হাজারেরও বেশি শিশু এবং ১২ হাজার ৪০০ জন নারীকে হত্যা করেছে। একই সঙ্গে বর্বর বাহিনী ২ হাজার ১৮০টি পরিবারকে সম্পূর্ণরূপে নিশ্চিহ্ন করেছে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, ৫ হাজার ৭০টি পরিবার এখন গাজায় কোনরকম টিকে আছে, কেননা এসব পরিবারে মাত্র একজন সদস্য অবশিষ্ট রয়েছে।
আল জাজিরার প্রতিবেদন বলছে, ইসরায়েলের তান্ডবে ১ হাজার ৪০০ জনেরও বেশি ফিলিস্তিনি চিকিৎসক এবং চিকিৎসা কর্মী নিহত হয়েছেন।
এদিকে, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, অনেক ভুক্তভোগী এখনো ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়েছে আছেন। উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না এবং উদ্ধার-যন্ত্রের অভাব রয়েছে।
গত নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। গাজার ওপর যুদ্ধের জন্য ইসরায়েল আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলার মুখোমুখি।
সম্পাদক ও প্রকাশক:
শহীদুল্লাহ ভূঁইয়া
সহযোগী সম্পাদক: তোফায়েল আহমেদ
অফিস: সম্পাদক কর্তৃক আজমিরী প্রেস, নিউমার্কেট চান্দিনা প্লাজা, কুমিল্লা থেকে মুদ্রিত ও ১৩০৭, ব্যাংক রোড, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। ফোন: ০২৩৩৪৪০৭৩৮১, মোবাইল: ০১৭১৫-৬৮১১৪৮, সম্পাদক, সরাসরি: ০১৭১২-২১৬২০২, Email: laksambarta@live.com, s.bhouian@live.com