ইসরায়েলি হামলায় মধ্যপ্রাচ্যে ইরান সমর্থিত সশস্ত্র সংগঠন হামাস ও হিজবুল্লাহর অনেক নেতা নিহত হয়েছেন। ইসরায়েলি বাহিনী নানা কৌশলে, যেমন বোমা হামলা এবং গুপ্তহত্যার মাধ্যমে, ইরানের শীর্ষ কর্মকর্তাদের পাশাপাশি তাঁদের সমর্থিত সংগঠনগুলোর নেতাদের হত্যা করে চলেছে। গত বছরের ৭ অক্টোবর হামাসের আক্রমণের পর থেকে হামাস ও হিজবুল্লাহ নেতাদের হত্যার ঘটনা বেড়েছে। সাম্প্রতিক সময়ে, ইসরায়েলের সামরিক বাহিনী দাবি করেছে যে হিজবুল্লাহর নেতা হাসান নাসরুল্লাহ নিহত হয়েছেন। এর আগে হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়াকেও ইরানে হত্যা করা হয়। চলুন জেনে নিই গত ১১ মাসে ইসরায়েলের হাতে নিহত হামাস ও হিজবুল্লাহর কিছু গুরুত্বপূর্ণ নেতাদের সম্পর্কে:
৩১ অক্টোবর ২০২৩
ইসরায়েল হামাসের কেন্দ্রীয় জাবালিয়া ব্যাটালিয়নের কমান্ডার ইব্রাহিম বিয়ারিকে হত্যা করে। তিনি উত্তর গাজা উপত্যকায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর অভিযানে নিহত হন।
২৫ ডিসেম্বর ২০২৩
রাজি মুসাভি, ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কর্পসের একজন উচ্চপদস্থ জেনারেল, দামেস্কে বিমান হামলায় নিহত হন। তিনি সিরিয়া ও ইরানের মধ্যে সামরিক জোট সমন্বয়ের দায়িত্বে ছিলেন।
২ জানুয়ারি ২০২৪
হামাসের জ্যেষ্ঠ নেতা সালেহ আল-আরৌরি, যিনি হামাসের সামরিক শাখার প্রতিষ্ঠাতা কমান্ডার এবং হামাস ও হিজবুল্লাহর মধ্যে প্রধান যোগাযোগকারী ছিলেন, বৈরুতে একটি ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হন।
১০ মার্চ ২০২৪
নুসরেইত শরণার্থী শিবিরের নিচে টানেলে বোমা হামলায় হামাসের ডেপুটি কমান্ডার মারওয়ান ইসা নিহত হন। তাঁকে ৭ অক্টোবর হামলার মাস্টারমাইন্ড হিসেবে চিহ্নিত করা হয়।
১ এপ্রিল ২০২৪
ইরানের রেভল্যুশনারি গার্ডসের জ্যেষ্ঠ কর্মকর্তা মোহাম্মদ রেজা জাহেদি দামেস্কে ইসরায়েলি হামলায় নিহত হন। তিনি মার্কিন ড্রোন হামলায় নিহত কাশেম সোলাইমানির পরে ইসরায়েলের হাতে নিহত সর্বোচ্চ পর্যায়ের নেতা।
১৩ জুলাই ২০২৪
হামাসের ৭ অক্টোবরের হামলার আরেক মাস্টারমাইন্ড মোহাম্মদ দায়েফ খান ইউনিসে এক বোমা হামলায় নিহত হন, যেখানে আরও ৯০ জন নিহত হয়।
৩০ জুলাই ২০২৪
লেবাননের রাজধানী বৈরুতে হিজবুল্লাহ কমান্ডার ফুয়াদ শোকরকে লক্ষ্য করে ইসরায়েল বিমান হামলা চালায়, যেখানে তিনি নিহত হন।
৩১ জুলাই ২০২৪
ইসমাইল হানিয়া, যিনি হামাসের রাজনৈতিক শাখার প্রধান এবং পূর্বে ফিলিস্তিনের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন, তেহরানে ইসরায়েলি হামলায় নিহত হন।
২০ সেপ্টেম্বর ২০২৪
ইব্রাহিম আকিল, হিজবুল্লাহর এক জ্যেষ্ঠ কমান্ডার, বৈরুতের শহরতলিতে ইসরায়েলের বিমান হামলায় নিহত হন।
২৮ সেপ্টেম্বর ২০২৪
লেবাননের বিভিন্ন জায়গায় গত শুক্রবার রাতে ইসরায়েল বিমান হামলা চালায়। হামলার লক্ষ্য ছিল ইরান-সমর্থিত হিজবুল্লাহর কমান্ড সেন্টার, যেখানে নেতাদের মধ্যে হাসান নাসরুল্লাহর নিহত হওয়ার খবর আসে।
সম্পাদক ও প্রকাশক:
শহীদুল্লাহ ভূঁইয়া
সহযোগী সম্পাদক: তোফায়েল আহমেদ
অফিস: সম্পাদক কর্তৃক আজমিরী প্রেস, নিউমার্কেট চান্দিনা প্লাজা, কুমিল্লা থেকে মুদ্রিত ও ১৩০৭, ব্যাংক রোড, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। ফোন: ০২৩৩৪৪০৭৩৮১, মোবাইল: ০১৭১৫-৬৮১১৪৮, সম্পাদক, সরাসরি: ০১৭১২-২১৬২০২, Email: laksambarta@live.com, s.bhouian@live.com