পবিত্র ওমরাহ পালন করতে ইচ্ছুক মুসলমানদের জন্য আনন্দের সংবাদ দিয়েছে সৌদি আরব। দেশটিতে অবস্থানরত যেকোনো ধরনের ভিসাধারী এখন থেকে পবিত্র ওমরাহ পালন করতে পারবেন। সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।
মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী, ব্যক্তিগত, পারিবারিক, ই-ট্যুরিস্ট, ট্রানজিট, শ্রম ও অন্যান্য সব ধরনের ভিসাধারীরাই এই নতুন সুবিধার আওতায় আসবেন।
সারা বিশ্বের মুসলমানরা যেন আরও সহজ ও স্বাচ্ছন্দ্যে পবিত্র ওমরাহ পালন করতে পারেন, তা নিশ্চিত করতেই সৌদি সরকার এই উদ্যোগ নিয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে, এটি সৌদি আরবের ধারাবাহিক উন্নয়ন প্রচেষ্টারই অংশ।
ওমরাহ পালনে ইচ্ছুকদের সহায়তায় সৌদি কর্তৃপক্ষ সম্প্রতি ‘নুসুক ওমরাহ’ নামের একটি অনলাইন প্ল্যাটফর্ম চালু করেছে। এর মাধ্যমে মুসল্লিরা সহজেই নিজেদের জন্য উপযুক্ত প্যাকেজ বেছে নিতে পারবেন, অনলাইনে ওমরাহর অনুমতিপত্র সংগ্রহ করতে পারবেন এবং প্রয়োজনীয় সেবা ও সময়সূচিও নির্ধারণ করতে পারবেন।
সৌদি প্রেস এজেন্সি প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, এই পদক্ষেপ দুই পবিত্র মসজিদের অভিভাবক বাদশাহ সালমান এবং যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের অঙ্গীকারেরই প্রতিফলন। তাঁরা চান, আগত মুসল্লিরা নিরাপদ, সুশৃঙ্খল ও আধ্যাত্মিক পরিবেশে তাঁদের ধর্মীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে পারেন—এবং তাঁদের যাত্রা যেন হয় স্মরণীয়, সহজ ও পরিপূর্ণ।
সম্পাদক ও প্রকাশক:
শহীদুল্লাহ ভূঁইয়া
সহযোগী সম্পাদক: তোফায়েল আহমেদ
অফিস: সম্পাদক কর্তৃক আজমিরী প্রেস, নিউমার্কেট চান্দিনা প্লাজা, কুমিল্লা থেকে মুদ্রিত ও ১৩০৭, ব্যাংক রোড, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। ফোন: ০২৩৩৪৪০৭৩৮১, মোবাইল: ০১৭১৫-৬৮১১৪৮, সম্পাদক, সরাসরি: ০১৭১২-২১৬২০২, Email: laksambarta@live.com, s.bhouian@live.com