নিজস্ব প্রতিনিধি\ কুমিল্লার মুরাদনগরে একই রশিতে ঝুলন্ত মা-ছেলের মরদেহ উদ্ধার করছে পুলিশ। গত শনিবার (২৬শে এপ্রিল) বাঙ্গরা বাজার থানার ৫নং পশ্চিম বাঙ্গরা ইউনিয়নের নবিয়াবাদ গ্রাম থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। স্থানীয়দের ধারণা, তাদের হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে। নিহতরা হলো- নবিয়াবাদ গ্রামের প্রবাসী আবদুল মতিনের স্ত্রী রাবেয়া বেগম (২৬) ও তার ছেলে আব্দুল্লাহ (৩)।
রাবেয়ার বাবা ইদ্রিস মিয়া বলেন, ‘আমার মেয়ের পা দু’টো মাটিতে লেগে আছে। ফাঁসির চিত্র দেখে স্পষ্ট যে মা-ছেলেকে মেরে রশিতে ঝুলিয়ে রেখে গেছে। আমি থানায় লিখিত অভিযোগ করতে যাচ্ছি।’
স্থানীয় একটি সূত্র জানায়, রাবেয়ার স্বামী সৌদি আরব থাকেন। বৃদ্ধ শ্বশুর-শাশুড়ির সঙ্গে রাবেয়ার সম্পর্ক ভালোই ছিল।
বাঙ্গরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, সকালে মা ও ছেলেকে বসতঘরের আড়ার মধ্যে ফাঁস লাগানো অবস্থায় ঝুলতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।
তিনি আরো বলেন, এটা হত্যা না আত্মহত্যা তা ময়নাতদন্তের রিপোর্টের পর নিশ্চিত হওয়া যাবে।
সম্পাদক ও প্রকাশক:
শহীদুল্লাহ ভূঁইয়া
সহযোগী সম্পাদক: তোফায়েল আহমেদ
অফিস: সম্পাদক কর্তৃক আজমিরী প্রেস, নিউমার্কেট চান্দিনা প্লাজা, কুমিল্লা থেকে মুদ্রিত ও ১৩০৭, ব্যাংক রোড, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। ফোন: ০২৩৩৪৪০৭৩৮১, মোবাইল: ০১৭১৫-৬৮১১৪৮, সম্পাদক, সরাসরি: ০১৭১২-২১৬২০২, Email: laksambarta@live.com, s.bhouian@live.com