প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৬, ২০২৫, ৬:৫৩ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৯, ২০২৪, ৮:৩৬ অপরাহ্ণ
একাত্তরের অমীমাংসিত সমস্যা সমাধান করুন: পাকিস্তানের প্রধানমন্ত্রীর প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

"বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে ১৯৭১ সালের অমীমাংসিত সমস্যাগুলো সমাধানের আহ্বান জানিয়েছেন।
আজ বৃহস্পতিবার ডি-৮ সম্মেলনের ফাঁকে কায়রোর একটি হোটেলে তাঁদের মধ্যে বৈঠক হয়। প্রধান উপদেষ্টা বলেন, ‘এই বিষয়গুলো বারবার উঠে আসছে। আসুন, আমরা এগুলো মীমাংসা করে সামনে এগিয়ে যাই।’
শাহবাজ শরিফ জবাবে বলেন, ১৯৭৪ সালের ত্রিপক্ষীয় চুক্তিতে কিছু বিষয় সমাধান হয়েছে, তবে অন্য কোনো অমীমাংসিত সমস্যা থাকলে তা দেখার আগ্রহ প্রকাশ করেন। ড. ইউনূস বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই বিষয়গুলো চিরতরে সমাধান করা প্রয়োজন।
বৈঠকে দুই নেতা ব্যবসা-বাণিজ্য, ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিনিধিদের বিনিময়ের মাধ্যমে সম্পর্ক জোরদারের বিষয়ে একমত হন। চিনিশিল্প ও ডেঙ্গু ব্যবস্থাপনায় সহযোগিতার নতুন ক্ষেত্র নিয়ে কাজ করার ইচ্ছাও প্রকাশ করেন।
ড. ইউনূস তাঁর সরকারের সংস্কার ও নির্বাচনের পরিকল্পনার কথা তুলে ধরেন এবং সার্ক পুনরুজ্জীবনের প্রতি জোর দেন। শাহবাজ শরিফ এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে কৌশলগত সম্পর্ক গড়ে তোলা গুরুত্বপূর্ণ।
পাকিস্তানের প্রধানমন্ত্রী বাংলাদেশকে ডেঙ্গু ব্যবস্থাপনায় সহায়তার প্রস্তাব দেন এবং বাংলাদেশের রাষ্ট্র–পরিচালিত চিনিকলগুলোর উন্নয়নে প্রযুক্তিগত সহায়তার প্রস্তাব করেন।
বৈঠকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এবং বাংলাদেশের প্রধান উপদেষ্টার বিশেষ দূত ড. লুৎফে সিদ্দিকী উপস্থিত ছিলেন। দুই পক্ষ ভবিষ্যতে পারস্পরিক সফরের আমন্ত্রণ গ্রহণ করে সম্পর্ক আরও গভীর করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।"
সম্পাদক ও প্রকাশক:
শহীদুল্লাহ ভূঁইয়া
সহযোগী সম্পাদক: তোফায়েল আহমেদ
অফিস: সম্পাদক কর্তৃক আজমিরী প্রেস, নিউমার্কেট চান্দিনা প্লাজা, কুমিল্লা থেকে মুদ্রিত ও ১৩০৭, ব্যাংক রোড, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। ফোন: ০২৩৩৪৪০৭৩৮১, মোবাইল: ০১৭১৫-৬৮১১৪৮, সম্পাদক, সরাসরি: ০১৭১২-২১৬২০২, Email: laksambarta@live.com, s.bhouian@live.com
© 2023 Weekly Laksambarta. All rights reserved.