ষ্টাফ রিপোর্টার\ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহŸায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘একটা গণঅভ্যুত্থানের পরে দেশে চাঁদাবাজ থাকবে, দখলদারিত্ব থাকবে- আমরা আশা করিনি। চাঁদাবাজরা এখনও নৃশংসভাবে মানুষ হত্যা করছে।’
গত ১৩ই জুলাই (রবিবার) জুলাই পদযাত্রার ১৩তম দিনে পিরোজপুর শহীদ মিনারে পথসভায় তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ‘গণঅভ্যুত্থনের মাধ্যমে ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকারের পতন ঘটেছিল। সেই সরকার ১৬ বছর জোর করে ক্ষমতায় থেকে গুম, খুন, দুর্নীতি, লুটপাটসহ নানা অপকর্ম করেছে।’
নাহিদ ইসলাম অভিযোগ করেন, ৩ বার দেশের মানুষ ভোট দিতে পারেনি। আর সেই জুলুম-নির্যাতনের বিরুদ্ধে অতিষ্ঠ হয়েই জনগণ রাজপথে নেমেছিল।
স্থানীয় সার্কিট হাউস থেকে শুরু হওয়া পদযাত্রাটি পিরোজপুর শহরের সিও অফিস, সদর হাসপাতাল, মহিলা কলেজ ও সাধনা ব্রিজ এলাকা প্রদক্ষিণ করে শহীদ মিনারে এসে শেষ হয়। পথসভায় আরও বক্তব্য রাখেন, এনসিপির সদস্য সচিব আখতার হোসেনসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দগণও।
সম্পাদক ও প্রকাশক:
শহীদুল্লাহ ভূঁইয়া
সহযোগী সম্পাদক: তোফায়েল আহমেদ
অফিস: সম্পাদক কর্তৃক আজমিরী প্রেস, নিউমার্কেট চান্দিনা প্লাজা, কুমিল্লা থেকে মুদ্রিত ও ১৩০৭, ব্যাংক রোড, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। ফোন: ০২৩৩৪৪০৭৩৮১, মোবাইল: ০১৭১৫-৬৮১১৪৮, সম্পাদক, সরাসরি: ০১৭১২-২১৬২০২, Email: laksambarta@live.com, s.bhouian@live.com