বেসরকারি এমপিওভুক্ত স্কুল ও কলেজে কর্মচারী নিয়োগে আর পরিচালনা পর্ষদের ক্ষমতা থাকছে না। শিক্ষা মন্ত্রণালয় নতুন নীতিমালা জারি করে জানিয়েছে, এখন থেকে এসব নিয়োগ জেলা প্রশাসকের (ডিসি) নেতৃত্বে গঠিত কমিটির মাধ্যমে সম্পন্ন হবে।
সোমবার প্রকাশিত পরিপত্রে বলা হয়েছে, ট্রেড সহকারী, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, ল্যাব সহকারী, নিরাপত্তাকর্মী, পরিচ্ছন্নতাকর্মী, নৈশপ্রহরী, আয়া ও অফিস সহায়কসহ এমপিওভুক্ত কর্মচারী নিয়োগের সুপারিশ করবে ডিসির নেতৃত্বাধীন কমিটি। এ কমিটিতে পরিচালনা পর্ষদের কোনো প্রতিনিধি থাকবেন না।
কমিটিতে সদস্য হিসেবে থাকবেন জেলার সবচেয়ে পুরোনো সরকারি কলেজের অধ্যক্ষ বা প্রতিনিধি, শিক্ষা বোর্ডের প্রতিনিধি, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক বা সহকারী পরিচালক এবং জেলা শিক্ষা কর্মকর্তা (সদস্যসচিব)। কমিটি লিখিত ও মৌখিক পরীক্ষা গ্রহণ, ফলাফল তৈরি এবং চূড়ান্ত সুপারিশ করবে।
নতুন নিয়মে সুপারিশের পর এক মাসের মধ্যে নিয়োগপত্র প্রদান বাধ্যতামূলক করা হয়েছে। বিলম্ব হলে তা অসদাচরণ হিসেবে গণ্য হবে এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধানের এমপিও স্থগিতসহ ব্যবস্থা নেওয়া হবে।
শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, অতীতে কর্মচারী নিয়োগে দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগ ছিল। এজন্য স্বচ্ছতা নিশ্চিত করতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। ভবিষ্যতে অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক নিয়োগও এনটিআরসিএর (বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ) মাধ্যমে সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।
সম্পাদক ও প্রকাশক:
শহীদুল্লাহ ভূঁইয়া
সহযোগী সম্পাদক: তোফায়েল আহমেদ
অফিস: সম্পাদক কর্তৃক আজমিরী প্রেস, নিউমার্কেট চান্দিনা প্লাজা, কুমিল্লা থেকে মুদ্রিত ও ১৩০৭, ব্যাংক রোড, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। ফোন: ০২৩৩৪৪০৭৩৮১, মোবাইল: ০১৭১৫-৬৮১১৪৮, সম্পাদক, সরাসরি: ০১৭১২-২১৬২০২, Email: laksambarta@live.com, s.bhouian@live.com