এসএসসি ও এইচএসসি পরীক্ষায় ওএমআর উত্তরপত্র মূল্যায়নে দায়িত্বহীনতা ও গাফিলতির কারণে আটজন পরীক্ষককে আজীবনের জন্য পাবলিক পরীক্ষার সব কার্যক্রম থেকে অব্যাহতি দিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড।
শনিবার (আজ) বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এসএম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বহিষ্কৃত পরীক্ষকরা হলেন:
মহসীন আলামীন, উচ্চতর গণিতের শিক্ষক, সেন্ট যোসেফ হাই স্কুল অ্যান্ড কলেজ, সাভার
মো. সাখাওয়াত হোসাইন আকন, ইসলাম ও নৈতিক শিক্ষার শিক্ষক, যাত্রাবাড়ী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ
আবু বকর সিদ্দিক, সহকারী প্রধান শিক্ষক, মুন্সীনগর উচ্চ বিদ্যালয়, নবাবগঞ্জ, ঢাকা
মো. আলেকজান্ডার মিয়া, গণিত শিক্ষক, সুল্লা আব্বাছিয়া উচ্চ বিদ্যালয়, বাসাইল, টাঙ্গাইল
মধুছন্দা লিপি, বাংলা শিক্ষক, বারৈচা কলেজ, বেলাবো, নরসিংদী
মুরছানা আক্তার, ইংরেজি শিক্ষক, রোকেয়া আহসান কলেজ, ডেমরা
মো. জাকির হোসাইন, বাংলা প্রভাষক, হাজী ইউনুছ আলী কলেজ, সাভার
মো. রাকিবুল হাসান, বাংলা প্রভাষক, ভাষা শহীদ আব্দুল জব্বার আনসার ভিডিপি স্কুল অ্যান্ড কলেজ, কালিয়াকৈর, গাজীপুর
বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযুক্ত শিক্ষকরা ২০২৫ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় পরীক্ষার্থীদের দিয়ে ওএমআর শিটের বৃত্ত ভরাট করান, যা নিয়ম বহির্ভূত। এ ঘটনার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা বোর্ড কর্তৃপক্ষের নজরে আসে।
পরবর্তীতে অভিযুক্তদের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়। তারা সবাই দায় স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন। তদন্তেও তাদের অনিয়মের সত্যতা পাওয়া যায়।
ফলে, তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে আজীবন পাবলিক পরীক্ষার সব কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
সম্পাদক ও প্রকাশক:
শহীদুল্লাহ ভূঁইয়া
সহযোগী সম্পাদক: তোফায়েল আহমেদ
অফিস: সম্পাদক কর্তৃক আজমিরী প্রেস, নিউমার্কেট চান্দিনা প্লাজা, কুমিল্লা থেকে মুদ্রিত ও ১৩০৭, ব্যাংক রোড, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। ফোন: ০২৩৩৪৪০৭৩৮১, মোবাইল: ০১৭১৫-৬৮১১৪৮, সম্পাদক, সরাসরি: ০১৭১২-২১৬২০২, Email: laksambarta@live.com, s.bhouian@live.com