নিজস্ব প্রতিনিধি\ কুমিল্লার দাউদকান্দিতে কাভার্ড ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো ২ জন। তাদের উদ্ধার করে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গত রোববার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার আমিরাবাদ কচুয়া সড়কের মোহাম্মদপুর ইউনিয়নের ছোট লক্ষীপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- দাউদকান্দি উপজেলার অনুয়াখোলা গ্রামের মৃত শরাফত উল্লাহর স্ত্রী জাহানারা বেগম (৫৫) ও তার ছেলে শফিউল্লাহ (২৪), একই উপজেলার দরজখোলা গ্রামের অহিদ মিয়ার ছেলে অটোরিকশার চালক ইসমাইল হোসেন (৩৮), দক্ষিণ নগর গ্রামের রুহুল আমিনের ছেলে মনির হোসেন (৩৫), একই গ্রামের চিত্ররঞ্জন মন্ডলের ছেলে পিযুষ মন্ডল (২৮)। আহত এক শিশু ও একজন ব্যক্তিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় পাঠানো হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দাউদকান্দি উপজেলায় কালাসোনা বাজার থেকে ৬ জন যাত্রী নিয়ে সিএনজিচালিত অটোরিকশাটি কচুয়া আমিরাবাদের দিকে যাচ্ছিল। এ সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা কাভার্ড ভ্যানটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই জাহানারা বেগম ও তার ছেলে শফিউল্লাহসহ ৫ জন মারা যান। স্থানীয়রা আহত অবস্থায় এক শিশু ও একজন ব্যক্তিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।
এদিকে সুরতহাল প্রতিবেদন শেষে দুপুরে স্বজনদের কাছে মরদেহগুলো হস্তান্তর করা হয়।
গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মো. আসাদুজ্জামান আসাদ বলেন, রাস্তার বাঁকে অসাবধানে গাড়ি চালানোর কারণে এত বড় দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে গৌরীপুর তদন্ত কেন্দ্র পুলিশ দ্রæত দুর্ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করি। মরদেহ শনাক্ত করার পর নিহত মা-ছেলে ও চালকসহ ৫ জনের লাশ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক:
শহীদুল্লাহ ভূঁইয়া
সহযোগী সম্পাদক: তোফায়েল আহমেদ
অফিস: সম্পাদক কর্তৃক আজমিরী প্রেস, নিউমার্কেট চান্দিনা প্লাজা, কুমিল্লা থেকে মুদ্রিত ও ১৩০৭, ব্যাংক রোড, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। ফোন: ০২৩৩৪৪০৭৩৮১, মোবাইল: ০১৭১৫-৬৮১১৪৮, সম্পাদক, সরাসরি: ০১৭১২-২১৬২০২, Email: laksambarta@live.com, s.bhouian@live.com