ষ্টাফ রিপোর্টার\ কুমিল্লা অঞ্চলে ৬০ হাজার অনিষ্পন্ন জাতীয় পরিচয়পত্র (এনআইডি) রয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এই এনআইডি আবেদনগুলো সংশোধনের অপোয় রয়েছে। গত সোমবার (২১শে অক্টোবর) নির্বাচন কমিশনের (ইসি) জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন।
তিনি জানান, মাঠপর্যায় থেকে ওঠে আসা প্রতিবেদন অনুযায়ী কুমিল্লা অঞ্চলে ৫৯ হাজার ৬৬৩টি এনআইডি সংশোধনের আবেদন ঝুলে আছে। এই অঞ্চলের প্রবাসীরা সংশ্লিষ্ট দেশ থেকে নতুন ভোটার হওয়ার জন্য আবেদন করেছে আট হাজার ৭৮৬টি। এর মধ্যে সাড়ে তিন হাজারের মতো আবেদন অনুমোদন হয়েছে। এদিকে গত আট মাসে ভোটার হওয়ার জন্য আবেদন করেছেন ১ লাখ ৬২ হাজার ৭৬৪ জন। এদের মধ্যে আবেদন অনুমোদন হয়েছে ১ লাখ ৩ হাজার ৩৯৮ জনের।
সম্পাদক ও প্রকাশক:
শহীদুল্লাহ ভূঁইয়া
সহযোগী সম্পাদক: তোফায়েল আহমেদ
অফিস: সম্পাদক কর্তৃক আজমিরী প্রেস, নিউমার্কেট চান্দিনা প্লাজা, কুমিল্লা থেকে মুদ্রিত ও ১৩০৭, ব্যাংক রোড, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। ফোন: ০২৩৩৪৪০৭৩৮১, মোবাইল: ০১৭১৫-৬৮১১৪৮, সম্পাদক, সরাসরি: ০১৭১২-২১৬২০২, Email: laksambarta@live.com, s.bhouian@live.com