নিজস্ব প্রতিনিধি\ কুমিল্লা মহানগরে বিয়ে করার কথা বলে চলতি বছরের এসএসসি পরীক্ষায় অংশ নেয়া এক ছাত্রীকে ধর্ষণ ও বাধ্য করে গর্ভপাত ঘটনার অভিযোগ পাওয়া গেছে। এই অভিযোগে ওই ছাত্রীর মায়ের করা মামলায় এক তরুণ ও তার মাকে গ্রেপ্তার করে শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
গত শুক্রবার রাতে কুমিল্লা কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম বলেন, গত বৃহস্পতিবার রাতে কুমিল্লা নগরের চকবাজার এলাকার আসামিদের নিজ বাড়ি থেকে মা ও ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার বিকেলে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। মামলার অপর আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে। এছাড়া ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।
গ্রেপ্তার দু’জন হলেন- সোয়াদুর রহমান ওরফে সিয়াম (২১) ও তার মা তানিয়া আক্তার (৪০)। এর আগে ধর্ষণ এবং সোয়াদুরের মা ও বোনের সহায়তায় ওই ছাত্রীকে গর্ভপাত ঘটানোর অভিযোগে বুধবার থানায় মামলা করেন ওই ছাত্রীর মা।
মামলার এজাহারে স্কুলছাত্রীর পরিবার বলছে, অভিযুক্ত সোয়াদুরদের বাড়িতে প্রায় ২ বছর ভাড়া ছিল ওই ছাত্রীর পরিবার। একপর্যায়ে প্রেমের ফাঁদে ফেলে বিয়ে করার প্রতিশ্রæতি দিয়ে ওই ছাত্রীকে ধর্ষণ করেন সোয়াদুর। যার ভিডিও ধারণ করে ছড়িয়ে দেয়ার হুমকি দিয়ে ২ বছরে একাধিকবার ধর্ষণ করেন। এছাড়া ভিডিওর কথা বলে পরিবার থেকে প্রায় ২ লাখ ৮০ হাজার টাকা হাতিয়ে নেয়া হয়। পরে ওই ছাত্রী অন্তঃসত্ত¡া হয়ে পড়লে বিষয়টি সোয়াদুরের মাকে জানানো হয়। তখন পরিবারটিকে কুমিল্লা নগর ছাড়ার হুমকি দেন তিনি।
এজাহারে বলা হয়েছে, সর্বশেষ গত ২৪শে জুন বিষয়টি মীমাংসার কথা বলে ওই তরুণীকে সোয়াদুরের নানার বাড়িতে নিয়ে মেরে ফেলার হুমকি দিয়ে বাচ্চা নষ্ট করার ওষুধ খেতে বাধ্য করা হয়। এ সময় তার পেটেও লাথি মারা হয়। পরে ওই ছাত্রীর মা তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান।
সম্পাদক ও প্রকাশক:
শহীদুল্লাহ ভূঁইয়া
সহযোগী সম্পাদক: তোফায়েল আহমেদ
অফিস: সম্পাদক কর্তৃক আজমিরী প্রেস, নিউমার্কেট চান্দিনা প্লাজা, কুমিল্লা থেকে মুদ্রিত ও ১৩০৭, ব্যাংক রোড, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। ফোন: ০২৩৩৪৪০৭৩৮১, মোবাইল: ০১৭১৫-৬৮১১৪৮, সম্পাদক, সরাসরি: ০১৭১২-২১৬২০২, Email: laksambarta@live.com, s.bhouian@live.com