ষ্টাফ রিপোর্টার\ কুমিল্লা আদর্শ সদর উপজেলা থেকে বিদেশি পিস্তল, রিভলভার, গুলি ও ম্যাগজিনসহ ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত শুক্রবার (২২ সেপ্টেম্বর) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসান। তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে কয়েকজন অবৈধ অস্ত্রধারী অস্ত্র (পিস্তল/রিভলভার) নিয়ে বৌয়ারা বাজার সীমান্তবর্তী এলাকা হতে ২টি লাল-কালো পালসার মোটর সাইকেল যোগে বালুতোপার দিকে আসছে।
পুলিশ সুপার, আব্দুল মান্নান বিপিএম (বার) সার্বিক দিক নির্দেশনায় উক্ত সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা কোতয়ালী মডেল থানাধীন ৬নং জগন্নাথপুর ইউপির বালুতোপা গ্রামের বৌয়ারা বাজার-টু-বালুতোপাগামী রোডের মেসার্স রাফাইদা কসমেটিক্স দোকানের সামনে অস্থায়ী পুলিশী চেকপোষ্ট পরিচালনা করে।
উক্ত চেকপোষ্ট পরিচালনাকালে কুমিল্লা-ল-১২-৪২৮১ একটি পালসার মোটর সাইকেল ও নম্বারবিহীন একটি পালসার মোটর সাইকেল সন্দেহজনকভাবে দ্রæত চেকপোষ্ট অতিক্রম করার চেষ্টা করে। তখন চেকপোষ্ট পরিচালনাকারী অফিসার ও ফোর্সগণ উক্ত ২টি মোটরসাইকেল আটক করে। ঘটনাস্থলে উপস্থিত লোকজনের সামনে মোটরসাইকেল আরোহী মোঃ রকিব, ছেলে মো. রিপন (৩২)-২য় মুরাদপুর, মো.জানে আলমের ছেলে মোঃ সাজ্জাদ আলম (২১), ঠাকুরপাড়া, কাজি আলসুর লিটনের ছেলে কাজী আল রাব্বী (২৯), উত্তর চর্থা, মৃত আলি হায়দার ছেলে মোঃ মোস্তফা রেজওয়ান হায়দার (২৯), -ঠাকুরপাড়া, সর্বথানা-কোতয়ালী মডেল, জেলা-কুমিল্লাদের বিধি অনুযায়ী দেহ তল্লাশী করে ম্যাগজিনসহ ১টি বিদেশী পিস্তল, ১টি রিভলভার, ৫ রাউন্ড গুলি এবং ২টি মোটরসাইকেল উদ্ধারপূর্বক ৪ জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আসামীরা বিভিন্ন সময়ে সীমান্তবর্তী এলাকা হতে এসব অবৈধ অস্ত্র ও গুলি সংগ্রহ করে দেশের বিভিন্ন জায়গায় বিক্রয় করে থাকে। তাছাড়া আসামী মোঃ মোস্তফা রেজওয়ান হায়দারকে আরো ব্যপক জিজ্ঞাসাবাদে তার ঠাকুরপাড়া বসতবাড়ি হতে তার দেখানো মতে আরো ৭ রাউন্ড গুলি, ২টি ম্যাগজিন, ১টি পিস্তলের গুলির খোসা ও ২টি পিস্তলের কভার উদ্ধারপূর্বক বিধি অনুযায়ী জব্দ করা হয়। এ সংক্রান্তে এসআই বিল্লাল হোসেন বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় অস্ত্র আইনে এজাহার দায়ের করেন।
সম্পাদক ও প্রকাশক:
শহীদুল্লাহ ভূঁইয়া
সহযোগী সম্পাদক: তোফায়েল আহমেদ
অফিস: সম্পাদক কর্তৃক আজমিরী প্রেস, নিউমার্কেট চান্দিনা প্লাজা, কুমিল্লা থেকে মুদ্রিত ও ১৩০৭, ব্যাংক রোড, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। ফোন: ০২৩৩৪৪০৭৩৮১, মোবাইল: ০১৭১৫-৬৮১১৪৮, সম্পাদক, সরাসরি: ০১৭১২-২১৬২০২, Email: laksambarta@live.com, s.bhouian@live.com