নিজস্ব প্রতিনিধি\ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লায় ঝটিকা মিছিল করায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সহায়তাকারী আওয়ামী লীগের অঙ্গসংগঠনের ২০ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। গত শনিবার রাতে জেলার বিভিন্নস্থানে অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়। রোববার দুপুরে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়।
কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ওসি মোহাম্মদ সেলিম বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে জননিরাপত্তা বিঘিœত করে দেশে আইন-শৃঙ্খলা বিনষ্ট করার নিমিত্তে জনসাধারণের মধ্যে আতংক সৃষ্টির জন্য সন্ত্রাসী কার্যক্রমের অংশ হিসেবে ঝটিকা মিছিল করে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সহায়তাকারী আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এ ঘটনায় শনিবার রাতে পুলিশ বাদী হয়ে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় এজাহারনামীয় ৩০ জনসহ অজ্ঞাতনামা ৪০-৫০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে। পরে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানা এলাকাসহ জেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে ২০ জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়। তিনি বলেন, দেশ বিরোধী কার্যক্রমের মাধ্যমে জনমনে আতংক সৃষ্টি করতে ওই মিছিলে অংশ নেয়ায় তাদেরকে গ্রেফতার করা হয়েছে।
এদিকে এর আগে শনিবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার কোটবাড়ি বিশ্বরোড এলাকায় আইরিশ হোটেলের সামনে একটি মিছিল বের করা হয়। যার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।
সম্পাদক ও প্রকাশক:
শহীদুল্লাহ ভূঁইয়া
সহযোগী সম্পাদক: তোফায়েল আহমেদ
অফিস: সম্পাদক কর্তৃক আজমিরী প্রেস, নিউমার্কেট চান্দিনা প্লাজা, কুমিল্লা থেকে মুদ্রিত ও ১৩০৭, ব্যাংক রোড, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। ফোন: ০২৩৩৪৪০৭৩৮১, মোবাইল: ০১৭১৫-৬৮১১৪৮, সম্পাদক, সরাসরি: ০১৭১২-২১৬২০২, Email: laksambarta@live.com, s.bhouian@live.com