ষ্টাফ রিপোর্টার\ কুমিল্লার শাসনগাছা এলাকায় মধ্যরাতে আওয়ামী লীগের পক্ষে মিছিলে অংশ নেয়ার অভিযোগে ৮ জনকে গ্রেপ্তার করেছে কুমিল্লা কোতোয়ালি থানা পুলিশ। গত রোববার (২০শে এপ্রিল) রাত দেড়টায় ঝটিকা মিছিলের পর তারা পালিয়ে যায়। পরে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ। এ বিষয়টি নিশ্চিত করেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহিনুল ইসলাম।
ঝটিকা মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। মিছিল থেকে ওই নেতাদের বলতে শোনা গেছে, ‘অবৈধ সরকার মানি না মানি না’ ‘শেখ হাসিনা বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে’ ‘আ ক ম বাহার বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে’ ইত্যাদি।
গ্রেপ্তারকৃতরা হলো- কোতোয়ালি থানা এলাকার মৃত আলী আশরাফের ছেলে মো. আরিফ, মোঘলটুলী এলাকার আব্দুল মান্নান মিয়ার ছেলে আব্দুল হান্নান প্রকাশ আদি, কোতোয়ালি থানা এলাকার কালির বাজার ইউনিয়নের রাইচৌ গ্রামের সিরাজুল ইসলামের ছেলে মো. কবির হোসেন, ছোটরা গ্রামের মৃত আব্দুল মান্নান ভুঁইয়ার ছেলে একেএম মনিরুজ্জামান ভূঁইয়া প্রকাশ কিশোর, বরুডা থানার ঝলম গ্রামের মিজানুর রহমানের ছেলে মো. আরিফুল ইসলাম, বুড়িচং উপজেলার বানতির গ্রামের আবুল হাশেমের ছেলে জাহিদুল হাসান রিমন, দেবিদ্বার উপজেলার চাপানগর গ্রামের বলাই সাহার ছেলে পিয়েল চন্দ্র সাহা, কোতয়ালী থানা এলাকার তৈলকুপি গ্রামের ফজলু মিয়ার ছেলে ডাক্তার মোস্তফা।
ওসি মাহিনুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃতরা আওয়ামী লীগ ও যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত। রোববার মধ্যরাতে তারা নগরীর শাসনগাছা এলাকায় মিছিল করেছে। এ সময় তারা নাশকতার চেষ্টা চালায়। পরে পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। তাদের বিরুদ্ধে পুলিশ লাইনে এবং আলেখারচর এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় মামলা রয়েছে। তাদের কুমিল্লা কারাগারে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক:
শহীদুল্লাহ ভূঁইয়া
সহযোগী সম্পাদক: তোফায়েল আহমেদ
অফিস: সম্পাদক কর্তৃক আজমিরী প্রেস, নিউমার্কেট চান্দিনা প্লাজা, কুমিল্লা থেকে মুদ্রিত ও ১৩০৭, ব্যাংক রোড, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। ফোন: ০২৩৩৪৪০৭৩৮১, মোবাইল: ০১৭১৫-৬৮১১৪৮, সম্পাদক, সরাসরি: ০১৭১২-২১৬২০২, Email: laksambarta@live.com, s.bhouian@live.com