ষ্টাফ রিপোর্টার\ আলু, পেঁয়াজ ও ডিমসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখতে সারা দেশে অভিযান অব্যাহত রেখেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এর সুফলও পাওয়া যাচ্ছে।
গত শনিবার অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযানে মূল্য তালিকা প্রদর্শন না করা, ক্রয়ের রসিদ দেখাতে না পারাসহ নানা অনিয়মের কারণে সারা দেশে ৮৬ প্রতিষ্ঠানকে ২ লাখ ৩২ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। কুমিল্লা নগরীর চকবাজারে অভিযান চালিয়ে সাড়ে ৬ হাজার কেজি আলু জব্দ করে সরকার নির্ধারিত ৩৫ টাকা দরে বিক্রি করেছে ভোক্তা অধিকার। ভোক্তার কুমিল্লার সহকারী পরিচালক আছাদুল ইসলাম জানান, কিছু ব্যবসায়ী বগুড়া ও চাঁপাইনবাবগঞ্জ এলাকার ভাউচার নকল করে নিজেদের মতো দাম বসিয়ে আলু বিক্রি করছিলেন। তাদের গোডাউনে রক্ষিত ৬ হাজার ৪৮০ কেজি (১০৮ বস্তা) আলু জব্দ করা হয়। পরে সরকার নির্ধারিত দরে ১৯ বস্তা আলু খুচরা বিক্রেতাদের কাছে এবং ৮৯ বস্তা আলু নগরীর বিভিন্ন স্থানে ট্রাকের মাধ্যমে সাধারণের মাঝে বিক্রি করে দেয়া হয়।
সম্পাদক ও প্রকাশক:
শহীদুল্লাহ ভূঁইয়া
সহযোগী সম্পাদক: তোফায়েল আহমেদ
অফিস: সম্পাদক কর্তৃক আজমিরী প্রেস, নিউমার্কেট চান্দিনা প্লাজা, কুমিল্লা থেকে মুদ্রিত ও ১৩০৭, ব্যাংক রোড, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। ফোন: ০২৩৩৪৪০৭৩৮১, মোবাইল: ০১৭১৫-৬৮১১৪৮, সম্পাদক, সরাসরি: ০১৭১২-২১৬২০২, Email: laksambarta@live.com, s.bhouian@live.com