ষ্টাফ রিপোর্টার\ অপারেশন ডেভিল হান্টে পৃথক অভিযানে কুমিল্লায় আওয়ামী লীগের ১৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ ও যৌথ বাহিনী। এ নিয়ে ৭দিনে ৬৬ জনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) আরাফাতুল ইসলাম। আরাফাতুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত সকলেই জুলাই আন্দোলনে শিক্ষার্থী নিপীড়নের বিভিন্ন মামলার আসামি। যাদের বেশিরভাগই আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের সদস্য।
এর মধ্যে উল্লেখযোগ্য, কুমিল্লার চৌদ্দগ্রামে পেট্রলবোমায় যাত্রীবাহী বাসের ৮ যাত্রীকে পুড়িয়ে হত্যা মামলায় ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান ও তার ছেলে যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা দু’জনই মামলার এজাহারভুক্ত আসামি। শনিবার রাতে অপারেশন ডেভিল হান্টে কুমিল্লা শহর থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন চৌদ্দগ্রাম থানার ওসি হিলাল উদ্দিন আহমেদ।
তিনি জানান, গ্রেপ্তার আসামিরা হলেন- উপজেলার ৩নং কালিকাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সালাউদ্দিন আহমেদ মজুমদার ও তার ছেলে নেয়ামত উল্লাহ মজুমদার। সালাউদ্দিন ওই ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন।
এছাড়া দাউদকান্দিতে ৫ই আগষ্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গোলাগুলিতে আহত ইসরাফিলের মামলার এজাহারভুক্ত আসামি ২ আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার রাতে অপারেশন ডেভিল হান্টে দাউদকান্দির সুন্দলপুর থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন দাউদকান্দি থানার ওসি মোঃ জুনায়েত চৌধুরী।
গ্রেপ্তারকৃতরা হলেন- সুন্দলপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাহফুজুর রহমান ও একই ইউনিয়নের শ্রমিক লীগ সভাপতি সালাউদ্দিন। এদিকে অপারেশন ডেভিল হান্টে মুরাদনগর ও বাঙ্গরাবাজার থানায় আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ৫ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- মুরাদনগর উপজেলা যুবলীগের আহ্বায়ক সদস্য নুর উদ্দিন সরকার রিপন, ধামঘর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা গোলাম মোস্তফা, নবীপুর (পূর্ব) ইউনিয়ন আওয়ামী লীগ নেতা জুয়েল ভূঁইয়া, বাঙ্গরা বাজার থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ জামাল, নবীপুর (পূর্ব) ইউনিয়ন ছাত্রলীগ নেতা মোঃ ইসমাইল।
এ বিষয়ে মুরাদনগর থানার ওসি জাহিদুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃত নুর উদ্দিন সরকার রিপন, গোলাম মোস্তফা, জুয়েল ভুঁইয়া ও ইসমাইল এদের সকলের বিরুদ্ধেই পুরনো মামলা রয়েছে। বিজ্ঞ আদালতের মাধ্যমে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
এছাড়া, বাঙ্গরা বাজার থানার ওসি মাহফুজুর রহমান জানান, গ্রেপ্তার হওয়া মোঃ জামাল বাঙ্গরা বাজার থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক। তাকে রোববার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) আরাফাতুল ইসলাম বলেন, অপরাধ দমনে ও পরিস্থিতি স্বাভাবিক রাখতে সারা দেশের মতো কুমিল্লায় অপারেশন ডেভিল হান্টে ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া ৭ম দিনের অভিযানে ১৫ জনসহ সর্বমোট ৬৬ জনকে গ্রেপ্তার করা হয়। অপরাধীদের গ্রেপ্তার করতে এ অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক:
শহীদুল্লাহ ভূঁইয়া
সহযোগী সম্পাদক: তোফায়েল আহমেদ
অফিস: সম্পাদক কর্তৃক আজমিরী প্রেস, নিউমার্কেট চান্দিনা প্লাজা, কুমিল্লা থেকে মুদ্রিত ও ১৩০৭, ব্যাংক রোড, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। ফোন: ০২৩৩৪৪০৭৩৮১, মোবাইল: ০১৭১৫-৬৮১১৪৮, সম্পাদক, সরাসরি: ০১৭১২-২১৬২০২, Email: laksambarta@live.com, s.bhouian@live.com