ষ্টাফ রিপোর্টার\ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশের সুয়াগাজী বাজারে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। গত বৃহস্পতিবার (২০শে মার্চ) দুপুর থেকে বিকেল পর্যন্ত কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী বাজারে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
ঈদকে সামনে রেখে মহাসড়কে নিরবচ্ছিন্ন যান চলাচল নিশ্চিত করতে এবং সড়ক ও জনপথ বিভাগের সরকারি জায়গা থেকে দখলদারমুক্ত করতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর দক্ষিণ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ রেফাঈ আবিদ এ অভিযানের নেতৃত্ব দেন।
অভিযান সূত্রে জানা গেছে, সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী বাজারে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে সড়ক ও জনপথ বিভাগের জায়গা দখল করে অবৈধভাবে দোকানঘর নির্মাণ করা হয়েছিল। এ ছাড়া সড়কের পাশে ফুটপাত দখল করে দোকানপাট গড়ে ওঠে। বিভিন্ন সময় কাঁচামালের দোকানদার ও ভাসমান দোকানদাররা এসব দোকানপাটকে ঘিরেই আবার মহাসড়কের উপর বাজার বসায়। যে কারণে মহাসড়কে নিরবচ্ছিন্ন যান চলাচল ব্যাহত হয়।
চট্টগ্রাম থেকে ঢাকাগামী যানবাহন সুয়াগাজী বাজার স্ট্যান্ডের নির্ধারিত জায়গায় না দাঁড়িয়ে জনবহুল বাজার এলাকায় দাঁড়াতে গিয়ে জটলা সৃষ্টি করে। ঈদের সময় মহাসড়কে যানবাহনের চাপ বেড়ে গেলে সুয়াগাজী বাজারে যানজটের সৃষ্টি হয়। বিগত সময়ে সড়ক ও জনপথ বিভাগ ও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে অবৈধভাবে নির্মিত স্থাপনা সরিয়ে নিতে একাধিকবার নোটিশ দেয়া হলেও তা অপসারণ করা হয়নি। সম্প্রতি জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা ও ঈদ প্রস্তুতি সভায় মহাসড়কের অবৈধ স্থাপনা উচ্ছেদে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এরই প্রেক্ষিতে বৃহস্পতিবার মহাসড়কের সুয়াগাজী বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী আদনান ইবনে হাসান বলেন, ঈদে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের ঘরমুখো মানুষের জন্য ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক খুবই গুরুত্বপূর্ণ। তাই আমরা মহাসড়কে যান চলাচল নিরবিচ্ছিন্ন করার জন্য মহাসড়কের উপরে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু করেছি। সুয়াগাজী বাজার সড়ক ও জনপথ বিভাগের জায়গায় যত অবৈধ স্থাপনা আছে সেগুলো উচ্ছেদ করা হচ্ছে। কুমিল্লা জেলা প্রশাসকের নির্দেশনায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে অভিযান পরিচালনা করা হচ্ছে।
সদর দক্ষিণ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ রেফাঈ আবিদ বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন নিমসার ও সুয়াগাজী দু’টি গুরুত্বপূর্ণ বাজার। সুয়াগাজী বাজারে অন্তত ১,৪০০টি দোকানপাট রয়েছে। এর মধ্যে কিছু অবৈধ ব্যবসায়ী মহাসড়কের ফুটপাত দখল করে দোকান করেছে এবং কেউ কেউ সড়কের উপরেও চলে আসে। এছাড়া একশ্রেণির মানুষ এসব দোকান থেকে অবৈধভাবে টাকা উত্তোলন করে সুবিধা ভোগ করছে। আমরা এসব অনিয়ম বন্ধ করে মহাসড়ক নিরবিচ্ছিন্ন রাখতে উচ্ছেদ অভিযান পরিচালনা করছি।
তিনি আরো বলেন, ঈদে ঘরমুখো মানুষ যেন এই বাজারে যানজটে না পড়েন এই বিষয়টি মাথায় রেখে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে। যারা এখানে ছিলেন, তাদেরকে বারবার সরে যাবার জন্য নোটিশ দেয়া হলেও তা শুনেননি। তাই আমরা আজ সেনাবাহিনী, পুলিশ, হাইওয়ে পুলিশ, আনসার ও বাজার মালিক সমিতিকে সাথে নিয়ে উচ্ছেদ করছি।
সম্পাদক ও প্রকাশক:
শহীদুল্লাহ ভূঁইয়া
সহযোগী সম্পাদক: তোফায়েল আহমেদ
অফিস: সম্পাদক কর্তৃক আজমিরী প্রেস, নিউমার্কেট চান্দিনা প্লাজা, কুমিল্লা থেকে মুদ্রিত ও ১৩০৭, ব্যাংক রোড, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। ফোন: ০২৩৩৪৪০৭৩৮১, মোবাইল: ০১৭১৫-৬৮১১৪৮, সম্পাদক, সরাসরি: ০১৭১২-২১৬২০২, Email: laksambarta@live.com, s.bhouian@live.com