ষ্টাফ রিপোর্টার\ যাঁরা আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চাচ্ছে, তারা আওয়ামী লীগের দোসর, জাতীয় পার্টি আওয়ামী লীগের দোসর। এটা ইতিহাসে স্বীকৃত থাকবে বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ।
গত শনিবার বিকেলে লাকসাম পাইলট উচ্চবিদ্যালয় মাঠে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক ও জুলাই বিপ্লবের বীর সেনানীদের লাকসাম-মনোহরগঞ্জে আগমন উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ।
হাসনাত আবদুল্লাহ বলেন, যে কোনো সময় ফ্যাসিবাদ আবার মাথাচাড়া দিয়ে উঠতে পারে। এ জন্য সবাইকে সতর্ক থাকতে হবে। জাতীয় পার্টি হচ্ছে জাতীয় বেঈমান। তারা বলছে, আওয়ামী লীগ ও জাতীয় পার্টি নাকি দেশের ৫০ শতাংশ মানুষের প্রতিনিধিত্ব করে। এই চব্বিশ-পরবর্তী বাংলাদেশে দাঁড়িয়ে তারা এত বড় কথা বলার দুঃসাহস পায় কীভাবে?
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জাতীয় ঐক্যের প্রতীক হয়ে উঠেছে। যত ষড়যন্ত্র, যত বাধাই আসুক না কেন, আমরা ঐক্যবদ্ধ থেকে চব্বিশ-পরবর্তী বাংলাদেশে মানুষের ভোটের অধিকার, গণতন্ত্র, বাকস্বাধীনতা ও রাজনৈতিক অধিকার ফিরিয়ে দেয়ার জন্য কেউ যদি মাঠে না-ও থাকে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মাঠে থাকবে।
হাসনাত আবদুল্লাহ বলেন, ছাত্র-জনতা অভ্যুত্থানের মাধ্যমে মাদার অব টেরর শেখ হাসিনাকে তার যথাযথ জায়গা ভারতে পাঠিয়েছে। কিন্তু এই মাদার অব টেরর ভারত বসেও দেশকে নিয়ে ষড়যন্ত্র করছে। এই ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। যারা ক্রিয়াশীল রাজনৈতিক দল রয়েছেন, আপনারা মনে রাখবেন, এই গণঅভ্যুত্থান অত্যন্ত মর্যাদাপূর্ণ বিষয়। এটির ক্রেডিট আমরা অবশ্যই যাঁর যাঁর জায়গা থেকে নেব। আওয়ামী লীগের সঙ্গে যদি কোনো দল আঁতাত করতে চায়, তাদেরও আওয়ামী লীগের পরিণতি ভোগ করতে হবে। তাই সবাইকে দালালি পরিহার করে দেশের জন্য কাজ করতে হবে।
কুমিল্লাকে নিয়ে হাসনাত বলেন, কুমিল্লার ছেলেরা মার খেয়ে বসে থাকতে জানে না। আন্দোলনের সময় কুমিল্লার ছাত্রদের সাহসিকতা আমাদের অনুপ্রেরণা জুগিয়েছিল। তাই কুমিল্লাবাসীর প্রত্যাশা কুমিল্লা নামেই বিভাগ ঘোষণা করতে হবে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা জেলার আহ্বায়ক মোহাম্মদ সাকিব হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যসচিব আরিফ সোহেল, কেন্দ্রীয় নির্বাহী সদস্য রিফাত রশিদ, তরিকুল ইসলাম, নুসরাত তাবাসসুম, সিনথিয়া জাহিন আয়েশা, কুমিল্লা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ বদিউল আলম সুজন, লাকসাম উপজেলা জামায়াতের আমির হাফেজ জহিরুল ইসলাম, লাকসাম পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক বেলাল রহমান, লাকসাম পৌরসভা জামায়াতের আমির জয়নাল আবেদিন পাটোয়ারী, ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সদস্য সেলিম মাহমুদ প্রমুখ। পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ব্যক্তিদের পরিবারের সদস্য ও সমন্বয়কদের হাতে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
সম্পাদক ও প্রকাশক:
শহীদুল্লাহ ভূঁইয়া
সহযোগী সম্পাদক: তোফায়েল আহমেদ
অফিস: সম্পাদক কর্তৃক আজমিরী প্রেস, নিউমার্কেট চান্দিনা প্লাজা, কুমিল্লা থেকে মুদ্রিত ও ১৩০৭, ব্যাংক রোড, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। ফোন: ০২৩৩৪৪০৭৩৮১, মোবাইল: ০১৭১৫-৬৮১১৪৮, সম্পাদক, সরাসরি: ০১৭১২-২১৬২০২, Email: laksambarta@live.com, s.bhouian@live.com