ষ্টাফ রিপোর্টার\ কুমিল্লা বিভাগ ঘোষণা ও ঢাকা-কুমিল্লা রেললাইন স্থাপনের দাবিতে মানববন্ধন করেছে ‘কুমিল্লা বাঁচাও মঞ্চ’ নামের একটি সংগঠন। গত রোববার (২১শে সেপ্টেম্বর) বিকালে কুমিল্লা নগরের কান্দিরপাড় টাউন হল ফটকে কয়েকশ’ স্থানীয় বাসিন্দা ওই মানববন্ধনের যোগদান করেন।
এ সময় বক্তব্য রাখেন, কুমিল্লা বাঁচাও মঞ্চের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কুমিল্লার আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর অতিরিক্ত পিপি আব্দুল মোতালেব মজুমদার, কুমিল্লা বাঁচাও মঞ্চের কুমিল্লা মহানগরের ভারপ্রাপ্ত আহŸায়ক হাজি সিদ্দিকুর রহমান, মহানগরের সদস্যসচিব মোহাম্মদ নাছির উদ্দিন, যুগ্ম আহŸায়ক জামাল চৌধুরী, কুমিল্লা বাঁচাও মঞ্চের নেতা অ্যাডভোকেট আক্তার হোসেন, মুহাম্মদ হানিফ, সোহেল মজুমদার, খলিলুর রহমান মজুমদার, সোহাগ মজুমদার, ওমর ফারুক চৌধুরী সুমন, নুরুল ইসলাম, দেলোয়ার হোসেন, মোস্তফা কামাল ও স্বপন মজুমদার প্রমুখ।
বক্তব্যে কুমিলা বাঁচাও মঞ্চের নেতা অ্যাডভোকেট আক্তার হোসেন বলেন, ‘কুমিল্লায় কীসের অভাব? আমরা শিক্ষা-সংস্কৃতি ও অর্থনৈতিকভাবে এগিয়ে। দেশের অন্যতম গুরুত্বপূর্ণ এই শহরে কোনও কিছুর অভাব না থাকলেও এটিকে বিভাগ ঘোষণা করা হচ্ছে না। বিভাগের দাবিতে আমরা দীর্ঘদিন আন্দোলন করছি। কিন্তু কোনও সুরাহা হচ্ছে না। এবার আমরা ঢাকায় যাবো। সচিবালয়ের সামনে আন্দোলন করবো। কুমিল্লা নামে বিভাগ ঘোষণা করতে হবে। এটি কুমিল্লার মানুষের প্রাণের দাবি।’
এ সময় তিনি বলেন, ‘ঢাকা-কুমিল্লা রেললাইনের দাবি দীর্ঘদিনের। আমাদের নেতা মনিরুল হক চৌধুরী কুমিল্লার মানুষের সঙ্গে একত্রিত হয়ে দীর্ঘদিন দেশের উচ্চপর্যায়ে বলে আসছেন। কিন্তু এখনও সেই দাবির অগ্রগতি দেখা যাচ্ছে না। আমরা স্পষ্ট বলে দিতে চাই, যদি দ্রæতই এ দাবি বাস্তবায়নের কাজ না করা হয় তাহলে আমরা কঠোর থেকে কঠোরতম আন্দোলনের ডাক দেবো।’
মানববন্ধনে শতাধিক নারী ও শিক্ষার্থী অংশ নেয়। এ সময় তারা বিভিন্ন ধরনের ¯েøাগান দিতে থাকেন।
সম্পাদক ও প্রকাশক:
শহীদুল্লাহ ভূঁইয়া
সহযোগী সম্পাদক: তোফায়েল আহমেদ
অফিস: সম্পাদক কর্তৃক আজমিরী প্রেস, নিউমার্কেট চান্দিনা প্লাজা, কুমিল্লা থেকে মুদ্রিত ও ১৩০৭, ব্যাংক রোড, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। ফোন: ০২৩৩৪৪০৭৩৮১, মোবাইল: ০১৭১৫-৬৮১১৪৮, সম্পাদক, সরাসরি: ০১৭১২-২১৬২০২, Email: laksambarta@live.com, s.bhouian@live.com