নিজস্ব প্রতিনিধি\ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) নৃ-বিজ্ঞান বিভাগের এক ছাত্রী চট্টগ্রামগামী সেন্টমার্টিন পরিবহনের বাসে শ্লীলতাহানি ও ছিনতাইয়ের শিকার হয়েছেন। পরে তাঁকে বাস থেকে ফেলে দেয়া হয়।
গত শুক্রবার (২২শে আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে কুমিল্লার পদুয়ারবাজার বিশ্বরোড এলাকায় এ ঘটনা ঘটে।
ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন। এতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
এ ঘটনায় জড়িত ৫ জনের মধ্যে দু’জনকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে। আটক হওয়া দু’জন হলেন- কুমিল্লার বরুড়া উপজেলার মো. আলী হোসেন এবং নারায়ণগঞ্জের মোহাম্মদ আলী।
ভুক্তভোগীর সহপাঠীরা জানান, আলেখারচর থেকে চট্টগ্রামগামী বাসে ওঠেন ওই শিক্ষার্থী। বাসে যাত্রী না থাকায় হেলপার ও সহযোগীরা তাঁর হাত-পা বেঁধে ফেলেন এবং গলার সোনার চেইন ছিনিয়ে নেন। এ সময় তাঁকে যৌন হয়রানির পর হত্যার উদ্দেশ্যে বাস থেকে ফেলে দেয়া হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাস থেকে একজনকে পড়ে যেতে দেখে তাঁরা গাড়ি থামান। তখন ৫ জনের মধ্যে ৩ জন পালিয়ে যায়। বাকি দু’জনকে স্থানীয়রা আটক করে রাখে। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তদের ক্যাম্পাসে নেয়ার দাবিতে পুলিশের সঙ্গে বাগবিতন্ডায় জড়ান। তাঁরা মহাসড়ক অবরোধ করে রাখেন এবং সেন্টমার্টিন পরিবহনের দু’টি বাস আটক করেন।
এ সময় প্রায় ২০ কিলোমিটার এলাকাজুড়ে সড়কে যানজট সৃষ্টি হয়। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন, সেনাবাহিনী, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পুলিশ সুপার শিক্ষার্থীদের সঙ্গে বৈঠকে বসেন। অভিযুক্তদের শাস্তির নিশ্চয়তা দেয়ার আশ্বাসে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেন। তবে বিকেল ৫টা পর্যন্ত যানজটের প্রভাব ছিল।
সদর দক্ষিণ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজীব তালুকদার বলেন, ‘ভুক্তভোগীর লিখিত অভিযোগ নেয়া হয়েছে। আসামিরা তা স্বীকার করেছেন।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া খানম জানান, ‘আটক দু’জনকে মোবাইল কোর্টে ২ বছরের কারাদন্ড দেয়া হয়েছে। বাকি ৩ আসামিকে দ্রæত গ্রেপ্তার করা হবে এবং ভিক্টিমের যে ক্ষতি হয়েছে তা আটককৃত বাসের মালিকদের কাছ থেকে আদায় করা হবে।’
বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক মো. হায়দার আলী বলেন, ‘এই সাজা অজামিনযোগ্য। পুলিশ ২৪ ঘণ্টার মধ্যে বাকি ৩ জনকে গ্রেপ্তার করবে এবং এক মাসের মধ্যে চার্জশিট দাখিল করবে। আলাদাভাবে ছিনতাই, হত্যা ও ধর্ষণচেষ্টার অভিযোগও তদন্ত করা হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন নিয়মিত আপডেট নেবে।’
সম্পাদক ও প্রকাশক:
শহীদুল্লাহ ভূঁইয়া
সহযোগী সম্পাদক: তোফায়েল আহমেদ
অফিস: সম্পাদক কর্তৃক আজমিরী প্রেস, নিউমার্কেট চান্দিনা প্লাজা, কুমিল্লা থেকে মুদ্রিত ও ১৩০৭, ব্যাংক রোড, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। ফোন: ০২৩৩৪৪০৭৩৮১, মোবাইল: ০১৭১৫-৬৮১১৪৮, সম্পাদক, সরাসরি: ০১৭১২-২১৬২০২, Email: laksambarta@live.com, s.bhouian@live.com