ষ্টাফ রিপোর্টারঃ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় কাভার্ড ভ্যানের নিচে চাপা পড়ে প্রাইভেট কারে থাকা একই পরিবারের ৪ যাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৩ জন। তাদেরকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ শুক্রবার (২২শে আগস্ট) দুপুর সাড়ে ১২টায় মহাসড়কের সদর দক্ষিণ উপজেলার পল্লী বিদ্যুৎ অফিস সংলগ্ন ইউর্টান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার এ তথ্য নিশ্চিত করেন।
নিহতরা হলেন- বরুড়া উপজেলার হোসেনপুর গ্রামের মোহাম্মদ ওমর আলী (৮০), তার স্ত্রী নুরজাহান বেগম (৬৫), তাদের বড় ছেলে আবুল হাশেম (৫০) ও ছোট ছেলে আবুল কাশেম (৪৫)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, চট্টগ্রামমুখী লেন থেকে প্রাইভেট কার চালক আবুল হাশেম ইউটার্ন এলাকায় ঢাকামুখী পথে প্রবেশ করছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা দ্রæতগামী একটি সিমেন্ট বোঝাই কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যায়। এতে প্রাইভেট কারটি চাপা পড়ে ঘটনাস্থলেই ভেতরে থাকা ৪ যাত্রী নিহত হয়। একই সময়ে সিএনজিচালিত একটি অটোরিকশায় থাকা আরো ৩ জন আহত হয়। ঘটনার প্রায় দুই ঘণ্টা পর হাইওয়ে ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিহতদের লাশ উদ্ধার করেন।
হাইওয়ে থানার ওসি ইকবাল বাহার মজুমদার বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ ও দুর্ঘটনা কবলিত প্রাইভেট কারটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহতদের সবাই একই পরিবারের। আহতদের কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক:
শহীদুল্লাহ ভূঁইয়া
সহযোগী সম্পাদক: তোফায়েল আহমেদ
অফিস: সম্পাদক কর্তৃক আজমিরী প্রেস, নিউমার্কেট চান্দিনা প্লাজা, কুমিল্লা থেকে মুদ্রিত ও ১৩০৭, ব্যাংক রোড, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। ফোন: ০২৩৩৪৪০৭৩৮১, মোবাইল: ০১৭১৫-৬৮১১৪৮, সম্পাদক, সরাসরি: ০১৭১২-২১৬২০২, Email: laksambarta@live.com, s.bhouian@live.com