ষ্টাফ রিপোর্টার\ কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে চলতি এসএসসি পরীক্ষায় মোট ১ লাখ ৮০ হাজারে ৫২৭ জন শিক্ষার্থী অংশ নিয়েছে। তাদের মধ্যে ছেলে রয়েছে ৭৪ হাজার ৯৮১ জন ও মেয়ে ১ লাখ ৫ হাজার ৫৪৬ জন। এতে ৩০ হাজার ৫৬৫ জন বেশি মেয়ে পরীক্ষায় অংশ নিয়েছে। নোয়াখালী, ফেনী, কুমিল্লা, লক্ষীপুর, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া জেলা কুমিল্লা বোর্ডে অন্তর্ভুক্ত। এই ৬ জেলার ১ হাজার ৭৮৪টি প্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা ২৭৩টি কেন্দ্রে অংশ নিচ্ছে।
কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আসাদুজ্জামান বলেন, ‘এবার এসএসসি পরীক্ষার্থীদের মধ্যে ছেলে রয়েছে ৭৪ হাজার ৯৮১ জন ও মেয়ে ১ লাখ ৫ হাজার ৫৪৬ জন। ৩০ হাজার ৫৬৫ জন বেশি মেয়ে পরীক্ষার্থী বেশি।’
কুমিল্লা শিক্ষা বোর্ড থেকে জানা গেছে, এসএসসি পরীক্ষায় মোট ১ লাখ ৮০ হাজার ৫২৭ জন শিক্ষার্থী অংশ নিয়েছে। বোর্ডে সবচেয়ে বেশি পরীক্ষার্থীর সংখ্যা কুমিল্লা জেলায় ৬২ হাজার ৪৬৯ জন। নোয়াখালীতে পরীক্ষার্থীর সংখ্যা ৩১ হাজার ৮৫৫ জন, ফেনীতে জেলায় ১৭ হাজার ২৯৮ জন, লক্ষীপুরে ১৬ হাজার ২৯২ জন, চাঁদপুরে ২৭ হাজার ৪৬৩ জন ও ব্রাহ্মণবাড়িয়ায় ২৫ হাজার ১৫০ জন।
বিভাগভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে, মানবিক, বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষায় প্রায় সমান সংখ্যক পরীক্ষার্থী এবার অংশ নিচ্ছে। বিজ্ঞান বিভাগে পরীক্ষার্থীর সংখ্যা ৬০ হাজার ৭৩৭ জন, মানবিক বিভাগে ৬০ হাজার ২৯৩ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ৫৯ হাজার ৪৯৭ জন।
কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মো. নিজামুল করিম বলেন, ‘সুষ্ঠু ও সুশৃঙ্খল পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। প্রশাসন ও আইন শৃঙ্খলাবাহিনীর সহায়তায় পরীক্ষার্থীরা নির্বিঘেœ পরীক্ষায় অংশ নিচ্ছে। কেউ অনিয়ম করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।’
সম্পাদক ও প্রকাশক:
শহীদুল্লাহ ভূঁইয়া
সহযোগী সম্পাদক: তোফায়েল আহমেদ
অফিস: সম্পাদক কর্তৃক আজমিরী প্রেস, নিউমার্কেট চান্দিনা প্লাজা, কুমিল্লা থেকে মুদ্রিত ও ১৩০৭, ব্যাংক রোড, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। ফোন: ০২৩৩৪৪০৭৩৮১, মোবাইল: ০১৭১৫-৬৮১১৪৮, সম্পাদক, সরাসরি: ০১৭১২-২১৬২০২, Email: laksambarta@live.com, s.bhouian@live.com