ষ্টাফ রিপোর্টার\ চলতি বছরের এসএসসি পরীক্ষায় কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে ছাত্রদের চেয়ে ২৯ হাজার ৩৮০ জন বেশি ছাত্রী অংশ নিচ্ছেন। কুমিল্লা শিক্ষা বোর্ড সূত্রে এ তথ্য জানা গেছে।
গত বৃহস্পতিবার (১০ই এপ্রিল) থেকে ২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে এবছর এসএসসি পরীক্ষার্থী রয়েছেন ১ লাখ ৬৯ হাজার ৬৮০ জন। যা গত বছরের তুলনায় ১৩ হাজার ৭৪৮ জন বেশি। কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, ফেনী, নোয়াখালী ও লক্ষীপুর নিয়ে গঠিত এই শিক্ষা বোর্ড। কুমিল্লা শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, এবারের পরীক্ষায় ছাত্রদের চেয়ে ছাত্রীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেশি। মোট পরীক্ষার্থীর মধ্যে ৯৯ হাজার ৫৩০ জন ছাত্রী। ৭০ হাজার ১৫০ জন ছাত্র। অর্থাৎ, ২৯ হাজার ৩৮০ জন বেশি ছাত্রী পরীক্ষায় অংশ নিচ্ছেন। বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা এই তিনটি বিভাগেই শিক্ষার্থীদের অংশগ্রহণ রয়েছে। বিজ্ঞান বিভাগে ৫৯ হাজার ৩৬৬ জন, মানবিক বিভাগে ৫৫ হাজার ৬৫২ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ৫৪ হাজার ৬৬২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে।
অন্যদিকে, কুমিল্লা শিক্ষা বোর্ডে এবার ২৩ হাজার ৩৫১ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছে না। গত বছর ২০২৪ সালের এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল ১ লাখ ৫৫ হাজার ৯৩২ জন, যেখানে নিবন্ধন করেছিল ২ লাখ ৯ হাজার ৩৩৭ জন এবং অনুপস্থিত ছিল ৫৩ হাজার ৪০৫ জন।
কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. শামছুল ইসলাম বলেন, “আমরা একটি নকলমুক্ত পরিবেশে সুষ্ঠু, সুন্দর ও শৃঙ্খলভাবে পরীক্ষা সম্পন্ন করার চেষ্টা করেছি।
এদিকে, পরীক্ষা চলাকালীন কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে জেলা প্রশাসন কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। কেন্দ্রগুলোর ২০০ গজের মধ্যে ১৪৪ ধারা জারি করা হয়েছে এবং সকল কোচিং সেন্টার ইতিমধ্যে বন্ধ ঘোষণা করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক:
শহীদুল্লাহ ভূঁইয়া
সহযোগী সম্পাদক: তোফায়েল আহমেদ
অফিস: সম্পাদক কর্তৃক আজমিরী প্রেস, নিউমার্কেট চান্দিনা প্লাজা, কুমিল্লা থেকে মুদ্রিত ও ১৩০৭, ব্যাংক রোড, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। ফোন: ০২৩৩৪৪০৭৩৮১, মোবাইল: ০১৭১৫-৬৮১১৪৮, সম্পাদক, সরাসরি: ০১৭১২-২১৬২০২, Email: laksambarta@live.com, s.bhouian@live.com