নিজস্ব প্রতিনিধি\ কুমিল্লা সদর দক্ষিণে ঘরে ঢুকে ঘুমন্ত নারীকে (৩৫) ধর্ষণের অভিযোগ উঠেছে এক সেনেটারি ব্যবসায়ীর বিরুদ্ধে। গত শনিবার (৮ই মার্চ) সকালে উপজেলার পদুয়ার বাজার উত্তর রামপুরে এক ভাড়াটিয়া বাসায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, দীর্ঘ দিন ওই নারীকে বিভিন্ন কু প্রস্তাব দিয়ে আসছিলেন ইকবাল নামের এ ব্যবসায়ী। গত শনিবার সকালে তিনি ওই নারীর ভাড়া বাসায় ঢুকে তার মুখ চেপে ধরে স্পর্শ কাতর স্থানে হাত দেয় ও ধর্ষণ করার চেষ্টা করে। পরে বাধা দিলে ওই নারীর মুখে ঘুষি মেরে রক্তাক্ত করে।
পরে স্বামী উজ্জল বাধা দিলে তাকেও মারধর করে আহত করে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সদর দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে পাঠায়। সেখানে বর্তমানে চিকিৎসাধীন আছেন। এ ঘটনায় সদর দক্ষিণ উপজেলার শ্রীভল্লবপুর দক্ষিণ পাড়া মৃত সোনা মিয়ার ছেলে ইকবাল (৪৫) ও বিল্লাল (৩৫) নামে দু’জনকে আসামি করে ধর্ষিতার স্বামী উজ্জল বাদী হয়ে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় তাদের নামে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন।
কুমিল্লা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, ওই নারী স্বামীসহ থানায় রক্তাক্ত শরীর নিয়ে আসছিলো। পরে আমি তাদের মামলা আমলে নিয়ে হসপিটালে চিকিৎসা নিতে পাঠাই। আসামিদের আটক করতে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
সম্পাদক ও প্রকাশক:
শহীদুল্লাহ ভূঁইয়া
সহযোগী সম্পাদক: তোফায়েল আহমেদ
অফিস: সম্পাদক কর্তৃক আজমিরী প্রেস, নিউমার্কেট চান্দিনা প্লাজা, কুমিল্লা থেকে মুদ্রিত ও ১৩০৭, ব্যাংক রোড, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। ফোন: ০২৩৩৪৪০৭৩৮১, মোবাইল: ০১৭১৫-৬৮১১৪৮, সম্পাদক, সরাসরি: ০১৭১২-২১৬২০২, Email: laksambarta@live.com, s.bhouian@live.com