নিজস্ব প্রতিনিধি\ কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার যাত্রাপুর এলাকায় একটি বেকারিতে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে খাদ্যে নিষিদ্ধ হাইড্রোজ, অনুমোদনহীন রং ও মেয়াদোত্তীর্ণ বিস্কুট পুনরায় প্যাকেটজাতসহ একাধিক অনিয়ম ধরা পড়েছে। এসব অপরাধে প্রতিষ্ঠানটিকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
গত সোমবার (১৪ই জুলাই) দুপুরে সদর দক্ষিণের যাত্রাপুর এলাকায় ‘রসনা বিলাস বেকারি’-তে এই অভিযান চালানো হয়।
অভিযানে দেখা যায়, মিষ্টি ও পাউরুটিতে নিষিদ্ধ হাইড্রোজ, অনুমোদনহীন রং ব্যবহার, মেয়াদোত্তীর্ণ বিস্কুট পুনরায় প্যাকেটজাতকরণ এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি করা হচ্ছে। এসব অপরাধে প্রতিষ্ঠানটিকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লার সহকারী পরিচালক মো. কাউছার মিয়া। অভিযানে সহায়তা করেন, জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. আবুল কালাম আজাদ এবং কুমিল্লা জেলা পুলিশের একটি টিম।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লার সহকারী পরিচালক মো. কাউছার মিয়া জানান, ওই প্রতিষ্ঠানটিকে ৬০ হাজার টাকা জরিমানার পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার নির্দেশনা দেয়া হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক:
শহীদুল্লাহ ভূঁইয়া
সহযোগী সম্পাদক: তোফায়েল আহমেদ
অফিস: সম্পাদক কর্তৃক আজমিরী প্রেস, নিউমার্কেট চান্দিনা প্লাজা, কুমিল্লা থেকে মুদ্রিত ও ১৩০৭, ব্যাংক রোড, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। ফোন: ০২৩৩৪৪০৭৩৮১, মোবাইল: ০১৭১৫-৬৮১১৪৮, সম্পাদক, সরাসরি: ০১৭১২-২১৬২০২, Email: laksambarta@live.com, s.bhouian@live.com