
নিজস্ব প্রতিনিধি\ কুমিল্লা সীমান্তে অভিযানে ৬৮ লাখ ৩৮ হাজার টাকার ভারতীয় শাড়ী ও শাল উদ্ধার করছে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)। গত শুক্রবার (৩১শে অক্টোবর) ভোরে কুমিল্লা সদর উপজেলার সীমান্তবর্তী কটকবাজার এলাকা থেকে উদ্ধার করেছে। ওইদিন দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) নিজস্ব দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধসহ আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করে থাকে। এরই ধারাবাহিকতায় শুক্রবার ভোরে কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলাধীন বিবিরবাজার বিওপি’র আওতাধীন কটকবাজার পোস্টের বিশেষ টহলদল সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে সীমান্তের ৮ কিঃ মিঃ এর মধ্যে বাংলাদেশের অভ্যন্তরে পালপাড়া নামক স্থানে বিজিবি টহলদল কর্তৃক মালিকবিহীন অবস্থায় একটি মিনি পিকআপসহ ভারতীয় বিভিন্ন প্রকার উন্নত মানের শাড়ী এবং শাল আটক করে। যার আনুমানিক মূল্য ৬৮ লাখ ৩৮ হাজার টাকার টাকা। উল্লেখ্য, জব্দকৃত মালামাল বিধি মোতাবেক কাস্টমস এ জমা করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক:
শহীদুল্লাহ ভূঁইয়া
সহযোগী সম্পাদক: তোফায়েল আহমেদ
অফিস: সম্পাদক কর্তৃক আজমিরী প্রেস, নিউমার্কেট চান্দিনা প্লাজা, কুমিল্লা থেকে মুদ্রিত ও ১৩০৭, ব্যাংক রোড, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। ফোন: ০২৩৩৪৪০৭৩৮১, মোবাইল: ০১৭১৫-৬৮১১৪৮, সম্পাদক, সরাসরি: ০১৭১২-২১৬২০২, Email: laksambarta@live.com, s.bhouian@live.com