ষ্টাফ রিপোর্টার\ জাতীয় সংসদের কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন কমিশনে স্মারকলিপি দেয়া হয়েছে। গত রোববার (৩রা আগস্ট) বেলা ১১টার দিকে সাবেক এমপি এডভোকেট এটিএম আলমগীরের ছোট ভাই ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক সচিব একেএম জাহাঙ্গীর প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের নিকট স্মারকলিপি জমা দেন।
স্মারকলিপিতে তিনি উল্লেখ করেন, ৩০শে জুলাই নির্বাচন কমিশন কর্তৃক বিজ্ঞপ্তি মারফত জানতে পেরেছি- জাতীয় সংসদ আসন ২৫৭, কুমিল্লা-৯ (লালমাই ও লাকসাম) এবং ২৫৮, কুমিল্লা-১০ (নাঙ্গলকোট ও মনোহরগঞ্জ) পুনর্বিন্যাস করা হয়েছে। অথচ ১৯৭৩ সাল থেকে লাকসাম-মনোহরগঞ্জ উপজেলা নিয়ে কুমিল্লা-৯, ২৫৭ নং সংসদীয় আসন। এ আসনে সীমানা পুনঃনির্ধারণের জন্য এলাকার কোন ভোটার আবেদন করেননি। দুই উপজেলার ভোটার একত্রে তাদের ভোটাধিকার প্রয়োগ করে আসছেন। এখানকার জনগণের প্রত্যাশা, পূর্বের ন্যায় লাকসাম-মনোহরগঞ্জ উপজেলা নিয়ে আসনটি পুনর্বহাল করা হোক।
এ কে এম জাহাঙ্গীর নির্বাচন কমিশনে স্মারকলিপি জমা দেয়ার বিষয়টি নিশ্চত করে জানান, কুমিল্লা-৯ আসনটি অবিলম্বে পুনর্বহাল করতেই হবে। অন্যথায় লাকসাম-মনোহরগঞ্জের জনগণকে নিয়ে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
সম্পাদক ও প্রকাশক:
শহীদুল্লাহ ভূঁইয়া
সহযোগী সম্পাদক: তোফায়েল আহমেদ
অফিস: সম্পাদক কর্তৃক আজমিরী প্রেস, নিউমার্কেট চান্দিনা প্লাজা, কুমিল্লা থেকে মুদ্রিত ও ১৩০৭, ব্যাংক রোড, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। ফোন: ০২৩৩৪৪০৭৩৮১, মোবাইল: ০১৭১৫-৬৮১১৪৮, সম্পাদক, সরাসরি: ০১৭১২-২১৬২০২, Email: laksambarta@live.com, s.bhouian@live.com