ক্ষমতায় টিকে থাকার অসুস্থ প্রতিযোগিতা শুরু হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘হাসিনার পালানোর পর থেকে আমরা নিজেদের ঐক্যের জায়গায় থাকতে পারছি না। দুর্ভাগ্যজনকভাবে ক্ষমতায় টিকে থাকার জন্য অসুস্থ প্রতিযোগিতা চলছে।’
আজ বৃহস্পতিবার গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে ‘রাজবন্দীর জবানবন্দি’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে মির্জা ফখরুল এ কথা বলেন। বইটি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় আদালতে খালেদা জিয়ার দেওয়া জবানবন্দি নিয়ে সম্পাদিত। প্রয়াত অধ্যাপক এমাজউদ্দীন আহমদ বইটি সম্পাদনা করেছেন।
মির্জা ফখরুল আরও বলেন, ‘দেশ ও গণতন্ত্র বাঁচাতে ঐক্যবদ্ধ হওয়া জরুরি। সংস্কার প্রয়োজন, কিন্তু নির্বাচিত সংসদ ও সরকারের মাধ্যমেই তা বৈধ হবে।’
তিনি খালেদা জিয়াকে প্রথম নারী মুক্তিযোদ্ধা দাবি করে বলেন, ‘মুক্তিযুদ্ধের সময় তিনি চট্টগ্রাম ক্যান্টনমেন্টে দুই সন্তানকে নিয়ে সৈনিকদের নেতৃত্ব দিয়েছিলেন। তাঁর অবদান যথাযথভাবে মূল্যায়ন করা হয়নি
সম্পাদক ও প্রকাশক:
শহীদুল্লাহ ভূঁইয়া
সহযোগী সম্পাদক: তোফায়েল আহমেদ
অফিস: সম্পাদক কর্তৃক আজমিরী প্রেস, নিউমার্কেট চান্দিনা প্লাজা, কুমিল্লা থেকে মুদ্রিত ও ১৩০৭, ব্যাংক রোড, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। ফোন: ০২৩৩৪৪০৭৩৮১, মোবাইল: ০১৭১৫-৬৮১১৪৮, সম্পাদক, সরাসরি: ০১৭১২-২১৬২০২, Email: laksambarta@live.com, s.bhouian@live.com