ষ্টাফ রিপোর্টার\ লাকসামে গৃহবধুকে সংঘবদ্ধ ধর্ষণের প্রতিবাদে ও ধর্ষকদের দ্রæত বিচার দাবীতে মানববন্ধন করেছে বিভিন্ন সামাজিক সংগঠন। গত সোমবার (১৭ই মার্চ) দুপুরে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লাকসাম বাইপাস পুলিশ বক্সের সামনে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন কর্মসূচি পালন করেন, নূপুর যুব নারী কল্যাণ সমিতি, স্টুডেন্ট কমিউনিটি লাকসাম, মানবতার তরে মানব প্রেমী, আমরা বই প্রেমী সংগঠন, টাইগার সিতারিও কারাতে এসোসিয়েশন এবং তৃতীয় লিঙ্গ সমিতি।
মানববন্ধনে বক্তব্য রাখেন, নূপুর যুব নারী কল্যাণ সমিতির সংগঠক ও পিস ফ্যাসিলিটেটর গ্রæপ (পিএফজি) লাকসাম ইউনিটের নারী পিস এম্বাসেডর নাজমুন নাহার নুপুর, বিশিষ্ট চক্ষু চিকিৎসক জহির উদ্দিন আহমেদ, স্টুডেন্ট কমিউনিটি লাকসাম -এর সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান শাওন, সদস্য রাফী, সালাউদ্দিন শিহাব, মানবতার তরে মানব প্রেমীর সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মাসুদ, সদস্য জান্নাতুল ফেরদৌস স্মৃতি, আমরা বই প্রেমী সংগঠন-এর সংগঠক উম্মে হাবীবা আরজু, উত্তরকূল কিশোরী ক্লাবের সভাপতি আয়না মতি মুক্তা, টাইগার সিতারিও কারাতে এসোসিয়েশন এর প্রশিক্ষক কামরুল হাসান, তৃতীয় লিঙ্গ সমিতির সদস্য রবিউল হোসেন সাথী প্রমুখ।
উল্লেখ্য, গত ১৪ই মার্চ নোয়াখালীর এক গৃহবধূ স্বামীর সঙ্গে লাকসামে আত্মীয়ের বাড়ি বেড়াতে এসে বাড়ি ফেরার পথে স্বামীর কাছ থেকে ছিনিয়ে নিয়ে সিএনজি অটোরিকশা চালক ও তার অন্য ৩ সহযোগি ওই গৃহবধূকে বিভিন্ন স্থানে আটকে রেখে দলবদ্ধ ধর্ষণ করে। এ ঘটনায় লাকসাম থানা পুলিশ গৃহবধূকে উদ্ধার করে এবং ধর্ষকদের সহযোগি এক নারী ও ৪ ধর্ষককে গ্রেপ্তার করে কুমিল্লা আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠায়।
সম্পাদক ও প্রকাশক:
শহীদুল্লাহ ভূঁইয়া
সহযোগী সম্পাদক: তোফায়েল আহমেদ
অফিস: সম্পাদক কর্তৃক আজমিরী প্রেস, নিউমার্কেট চান্দিনা প্লাজা, কুমিল্লা থেকে মুদ্রিত ও ১৩০৭, ব্যাংক রোড, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। ফোন: ০২৩৩৪৪০৭৩৮১, মোবাইল: ০১৭১৫-৬৮১১৪৮, সম্পাদক, সরাসরি: ০১৭১২-২১৬২০২, Email: laksambarta@live.com, s.bhouian@live.com