গোপালগঞ্জে আজ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শান্তিপূর্ণ সমাবেশে যে ন্যাক্কারজনক হামলা চালানো হয়েছে, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছে অন্তর্বর্তীকালীন সরকার। তারা এক বিবৃতিতে জানিয়েছে, তরুণ নাগরিকরা তাদের এক বছর পূর্তি উপলক্ষে শান্তিপূর্ণভাবে সমাবেশ করার চেষ্টা করছিলেন, অথচ তাদের উপর বর্বরোচিত হামলা চালানো হয়েছে—এটি তাদের মৌলিক অধিকার হরণের স্পষ্ট উদাহরণ।
বিবৃতিতে বলা হয়, এনসিপি সদস্য, পুলিশ এবং সংবাদমাধ্যমের কর্মীরা এই সহিংসতার শিকার হয়েছেন। তাদের গাড়ি ভাঙচুর করা হয়েছে, শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে। এই জঘন্য হামলার পেছনে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ছাত্রসংগঠন ছাত্রলীগ এবং আওয়ামী লীগ সমর্থকদের জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে।
সরকার স্পষ্ট করে জানায়, এই বর্বরতার দায় কেউ এড়িয়ে যেতে পারবে না। দোষীদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। বাংলাদেশের কোনো নাগরিকের ওপর এমন সহিংসতার কোনো স্থান নেই।
অন্তর্বর্তী সরকার আরও জানায়, সেনাবাহিনী ও পুলিশ দ্রুত হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে—এই জন্য তাদের ধন্যবাদ জানানো হয়। পাশাপাশি, ভয়ভীতি ও হুমকির পরও যারা সাহসিকতার সাথে সমাবেশ চালিয়ে গেছেন, সেই ছাত্র-জনতার প্রতি কৃতজ্ঞতা ও শ্রদ্ধা প্রকাশ করা হয়েছে।
বিবৃতিতে সর্বশেষে বলা হয়—যারা এই নৃশংস ঘটনার পেছনে রয়েছেন, তারা শাস্তি পাবেনই। বাংলাদেশে সহিংসতার কোনো জায়গা নেই। ন্যায়বিচার অবশ্যই প্রতিষ্ঠিত হবে।
সম্পাদক ও প্রকাশক:
শহীদুল্লাহ ভূঁইয়া
সহযোগী সম্পাদক: তোফায়েল আহমেদ
অফিস: সম্পাদক কর্তৃক আজমিরী প্রেস, নিউমার্কেট চান্দিনা প্লাজা, কুমিল্লা থেকে মুদ্রিত ও ১৩০৭, ব্যাংক রোড, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। ফোন: ০২৩৩৪৪০৭৩৮১, মোবাইল: ০১৭১৫-৬৮১১৪৮, সম্পাদক, সরাসরি: ০১৭১২-২১৬২০২, Email: laksambarta@live.com, s.bhouian@live.com