
নিজস্ব প্রতিনিধি\ নোয়াখালীর চাটখিলে ইমতিয়াজ হোসেন (২২) নামের এক তরুণের লাশ (হাড়গোড়) ১৭ মাস পর কবর থেকে উত্তোলন করা হয়েছে।
গত বুধবার (৭ই জানুয়ারি) দুপুর দেড়টার দিকে হাট পুকুরিয়া ঘাটলাবাগ ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের কবরস্থান থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে লাশ উত্তোলন করা হয়। ইমতিয়াজ ২০২৪ সালের ৬ই আগস্ট ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
পরিবারের অভিযোগ অনুযায়ী, ৫ই আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার খবরের পর আনন্দ মিছিলে অংশ নিয়ে গুলিবিদ্ধ হন তিনি। তার বাবা হাবিবুর রহমান ২২শে মে আদালতে হত্যা মামলা করেন। মামলায় সাবেক এমপি এইচ এম ইব্রাহীম, সাবেক মেয়র নিজাম উদ্দিন মোহাম্মদ উল্যাহসহ ৫৭ জনের নাম উল্লেখ করা হয় এবং ৭০-৮০ জনকে অজ্ঞাত আসামি করা হয়। তদন্তের প্রয়োজনে আদালতের আদেশে লাশ উত্তোলন করা হয়। এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহাদত হোসেন ও এসআই আলমগীর উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক:
শহীদুল্লাহ ভূঁইয়া
সহযোগী সম্পাদক: তোফায়েল আহমেদ
অফিস: সম্পাদক কর্তৃক আজমিরী প্রেস, নিউমার্কেট চান্দিনা প্লাজা, কুমিল্লা থেকে মুদ্রিত ও ১৩০৭, ব্যাংক রোড, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। ফোন: ০২৩৩৪৪০৭৩৮১, মোবাইল: ০১৭১৫-৬৮১১৪৮, সম্পাদক, সরাসরি: ০১৭১২-২১৬২০২, Email: laksambarta@live.com, s.bhouian@live.com