নিজস্ব প্রতিনিধি\ নোয়াখালীর চাটখিল উপজেলায় নেহার বেগম (৬০) নামের এক নারীকে গলাটিপে হত্যার অভিযোগ উঠেছে তার ছোট ছেলে মো. জাবেদ পাটওয়ারীর (৩৮) বিরুদ্ধে। গত শুক্রবার সন্ধ্যায় উপজেলার খিলপাড়া ইউনিয়নের নাহারখিল এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে মর্গে পাঠায়। নিহত নেহার বেগম ওই এলাকার মো. খোরশেদ মেম্বারের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, খোরশেদ মেম্বারের ২ ছেলে নোমান পাটওয়ারী ও জাবেদ পাটওয়ারীর মধ্য সম্পত্তি নিয়ে বিরোধ চলছিল। গত শুক্রবার সন্ধ্যায় ২ ভাইয়ের মধ্যে ঝগড়া শুরু হলে মা নেহার বেগম সমাধান করতে এগিয়ে আসলে জাবেদ পাটওয়ারী মাকে গলাটিপে ধরে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পর থেকেই জাবেদ পাটওয়ারী পলাতক রয়েছে।
এ বিষয়ে চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, এ ব্যাপারে এখনো কোনো মামলা হয়নি। তবে মৃত্যুর সঠিক কারণ উদ্ঘাটন করার জন্য পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
সম্পাদক ও প্রকাশক:
শহীদুল্লাহ ভূঁইয়া
সহযোগী সম্পাদক: তোফায়েল আহমেদ
অফিস: সম্পাদক কর্তৃক আজমিরী প্রেস, নিউমার্কেট চান্দিনা প্লাজা, কুমিল্লা থেকে মুদ্রিত ও ১৩০৭, ব্যাংক রোড, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। ফোন: ০২৩৩৪৪০৭৩৮১, মোবাইল: ০১৭১৫-৬৮১১৪৮, সম্পাদক, সরাসরি: ০১৭১২-২১৬২০২, Email: laksambarta@live.com, s.bhouian@live.com