নিজস্ব প্রতিনিধি\ নোয়াখালীর চাটখিল উপজেলার জষোড়া-মোহাম্মদপুর সংযোগস্থলে শংকর খালের ওপর নির্মিত প্রায় ১৫ বছরের পুরনো একটি সেতু ধসে পড়েছে। এতে প্রতিদিন শত শত পথচারী, শিক্ষার্থী ও কর্মজীবী মানুষ চরম ঝুঁকি নিয়ে চলাচল করতে বাধ্য হচ্ছেন।
স্থানীয়দের বরাতে জানা যায়, জষোড়া থেকে মোহাম্মদপুরের সংযোগের একমাত্র সড়কটি এই সেতুর ওপর নির্ভরশীল। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সেতুর মাঝখান ধসে বিশাল গর্ত সৃষ্টি হয়েছে। এতে মূল অংশ দিয়ে চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়েছে। বাধ্য হয়ে মানুষ দু’পাড় ঘেঁষে জীবনের ঝুঁকি নিয়ে পার হচ্ছেন।
এলাকাবাসী জানান, ইতোমধ্যে কয়েকটি দুর্ঘটনাও ঘটেছে। প্রতিদিন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীদের এই ভাঙা সেতু পার হতে হয়, যা তাদের জন্য বড় ধরনের নিরাপত্তা হুমকি হয়ে দাঁড়িয়েছে।
সেতুটি দ্রæত সংস্কার বা পুনর্র্নিমাণের দাবি জানিয়ে আসছেন স্থানীয়রা। তবে উপজেলা এলজিইডি অফিসে একাধিকবার জানানো হলেও এখনো কোনো কার্যকর উদ্যোগ নেয়া হয়নি বলে অভিযোগ করেন তারা।
মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী হাসান বাহালুল বলেন, আমি কয়েকবার উপজেলা প্রশাসনকে জানিয়েছি। কিন্তু এখনো কোনো প্রতিকার পাইনি।
উপজেলা এলজিইডি-এর নির্বাহী প্রকৌশলী মো. শাহিনুর আলম বলেন, ব্রিজটি ধসে পড়েছে এ বিষয়ে আমি এখনো অবগত নই। খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক ও প্রকাশক:
শহীদুল্লাহ ভূঁইয়া
সহযোগী সম্পাদক: তোফায়েল আহমেদ
অফিস: সম্পাদক কর্তৃক আজমিরী প্রেস, নিউমার্কেট চান্দিনা প্লাজা, কুমিল্লা থেকে মুদ্রিত ও ১৩০৭, ব্যাংক রোড, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। ফোন: ০২৩৩৪৪০৭৩৮১, মোবাইল: ০১৭১৫-৬৮১১৪৮, সম্পাদক, সরাসরি: ০১৭১২-২১৬২০২, Email: laksambarta@live.com, s.bhouian@live.com